“ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

314
"ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ", বিস্ফোরক দাবি বিজেপি নেতার

“ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। “কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থাকে সব তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, এবার বিস্ফোরক দাবি করলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেছেন, “তৃণমূলের সর্ষের মধ্যেই ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল নিজেই। জেলে থাকাকালীন, যেখানে খবর দেওয়ার দিয়ে দিয়েছেন। তৃণমূলের আরও অনেকে তথ্য পৌঁছে দিচ্ছেন, সিবিআই-ইডিকে। “পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে গেছে এইভাবেই”, দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র।

সৌমিত্র খাঁ-র কথা শুনে, কুণাল ঘোষও পাল্টা দিয়েছেন। কুণাল বলেছেন, “সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, দলনেত্রীকে অভিযোগ জানান”। কুণাল আরও বলেন, “সৌমিত্রর স্ত্রী সুজাতা, যার জন্য সৌমিত্র জিততে পেরেছে। কী দারুণ লড়ে, মেয়েটি জিতিয়েছিল সৌমিত্রকে। সে বিজেপিতে বিরক্ত ছিল। খবরটা পেয়ে আমি নেতৃত্বকে জানিয়েছিলাম। সুজাতা তৃণমূলে চলে আসে। সেই রাগ থেকে আমার বিরুদ্ধে, এই ধরণের ছেলেমানুষি কাণ্ডকারখানা করছে”।

আরও পড়ুনঃ ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর

একদিকে চাকরি-চুরি বা এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০কোটি নগদ টাকা, ৫কোটির সোনা, কোটি-কোটি টাকার সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। অন্যদিকে গরু-পাচার মামলায় সিবিআই-য়ের হাতে, বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। আর এবার, খবর দেবার জন্য কুণাল ঘোষের দিকেই, আঙুল তুলে অন্যরকম বিতর্ক উসকে দিলেন সৌমিত্র খাঁ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন