চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম; ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার। চিন সীমান্তে শত শত গ্রাম রয়েছে যেখানে কেউ বাস করে না। এই গ্রামগুলিকে পুনরায় বাঁচিয়ে তুলতে; মোদী সরকার পরিকল্পনা গ্রহন করেছে। ভারত ও চিন সীমান্তের কাছে; এমন ৫০০ থেকে ৬০০ গ্রাম রয়েছে যেখানে বর্তমানে কেউ বাস করে না। বছরে একবার সেখানকার বাসিন্দারা গ্রামে যান; পারিবারিক দেবতার পূজা করতে। চিনের সীমান্তবর্তী তেমনই ১০০ গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ করার; মেগা পরিকল্পন নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, একই সঙ্গে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী ১১৫টিরও বেশি গ্রামকে; আধুনিক গ্রাম করা হবে।
চিন সীমান্তবর্তী এই ভুতুড়ে গ্রামগুলোতে, যাতে শহরের মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়; সেদিকে নজর দেবে কেন্দ্র সরকার। পাশাপাশি এখানে বসবাসকারী লোকজনকে, গ্রামের আশেপাশেই চাকরি বা জীবিকার বন্দোবস্ত করে দেওয়া হবে; যাতে তারা বাইরে পাড়ি না জমায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বহুদিন আগে থেকেই এই বিষয়ে জোর দেবার কথা জানিয়েছেন; এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর মোদী সরকার।
আরও পড়ুনঃ লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত
সীমান্তের গ্রামে জনবসতি বৃদ্ধি পেলে; চিনের পক্ষে ভারতকে সহজেই কাবু করা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের মনে চিন সেনার ভয় দূর করাই এখন; কেন্দ্র সরকারের আসল কাজ। সেই কাজে মোদী সরকার অনেকটাই সফল গ্রাম ফের গড়ে দিয়ে, বলছে সীমান্তের আমজনতা।