মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা

269
মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা
মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা

মোদীর হাতে ঘুরছে দেশের চাকা; এবার ভারতের কাছে হাত পাতল আমেরিকা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ভারতীয় সেনার জন্য, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে; দেশ এতদিন পুরোটাই বিদেশ-নির্ভর ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের হাত ধরে; সেই প্রবণতা আগেই ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র-প্রতিরক্ষা সরঞ্জাম; এবার বিদেশে রফতানিতেও জোর দেওয়া হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। চিন-রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে, ভারতের তেজস ফাইটার-জেট কিনতে; আগ্রহী একাধিক দেশ। মালেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুরের পর; সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়; গতবছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধবিমান; মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তেজস কেনার জন্য; ভারতকে অনুরোধ করল আমেরিকা। এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন; চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট; একাধিক পরীক্ষায় নিজের শক্তি-প্রদর্শনের পাশাপাশি; নির্ভুল নিশানা দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান; শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থেকেও; নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন