বিহারে বিজেপির বিরুদ্ধে মহাজোট। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে আরজেডি-কংগ্রেস-বাম-হিন্দুস্তানি আওয়াম মোর্চা। টার্গেট ১২২, বিহারে এবার গড়তে চলেছে, আরজেডি-কংগ্রেস-বাম-জেডিইউ সরকার? বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে গেলেন নীতীশ। বাম কংগ্রেসের সমর্থনে বিহারের মসনদে, ফের লালু-নীতীশ জুটি? মুখ্যমন্ত্রিত্বের পদে নীতীশ, উপ-মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী। আপাতত এমন সমীকরণ বিহারের সরকার গঠনে।
জেডিইউ-৪৫, আরজেডি-৭৯, কংগ্রেস-১৯ মিলিয়ে, কি এবার নতুন সরকার? ১৬জন বিধায়ক নিয়ে কি, বাইরে থেকে সমর্থন করবে বামেরা? এমনিতে ২০২০ বিধানসভা নির্বাচনে, বিজেপি-জেডিইউ কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪৩ আসনের বিহার বিধানসভায়, শাসক শিবির জেডিইউ-বিজেপির এনডিএ জোট জেতে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি জিতেছিল ৭৪ আসন, নীতীশ কুমারের জনতা দল (সংযুক্ত) জিতেছিল ৪৩ আসন।
আরও পড়ুনঃ বিহারে ‘সত্ত্বাবদল’, জেডিইউ-বিজেপি জোটে ভাঙন, লালুর ছেলে তেজস্বীর হাত ধরলেন নীতীশ
হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি, মোট ৮টি আসন জেতে। পরে বিকাশশীল পার্টির ৩ বিধায়ক, বিজেপিতে যোগ দেয়। অন্যদিকে, বিরোধীদের মধ্যে আরজেডি ৭৫টি আসন জেতে। কংগ্রেস জেতে ১৯টি আসনে। বামদের দখলে যায় ১৬টি আসন। পরে আসাদউদ্দিন ওয়েইসির দলের ৪ বিধায়ক, আরজেডিতে যোগ দিয়েছেন। ফলে আরজেডির আসন সংখ্যা হয় ৭৯।
আরজেডির ৭৯ এবং জেডিইউ-এর ৪৩ মিলিয়ে, ১১২ বিধায়ক এমনিই হয়। এটিই বিহার বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক-ফিগার। তার সঙ্গে কংগ্রেসের ১৯ এবং বামেদের ১৬টি আসন যোগ হলে মোট আসন গিয়ে দাঁড়ায় ১৫৭-তে।