‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

206
'মা'দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র', বি'স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের
'মা'দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র', বি'স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। মা’দক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা থানার আইসি-র। থানা ও পুলিশ-কর্তাদের মদতেই চলছে, মা’দকের রমরমা কারবার। কোন বিরোধী নেতা নন, এমন বি’স্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মা’দক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়।

‘মাদক নিজে মজুত করেন থানার আইসি, ডিলারদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ আছে’। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন, দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া, এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী

তৃণমূল বিধায়কের স্পষ্ট অভিযোগ, থানার আইসির মদতেই এতদিন এলাকায় মা’দক-সহ নিষিদ্ধ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। এমনটা চলতে থাকলে কখনওই আমডাঙা এলাকায়, শান্তি আসবে না বলে দাবি তাঁর। তৃণমূল নেতার দাবি ঘিরে, এলাকার রাজনৈতিক মহলে শোরগোল। এর আগে সোমবার মা’দক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে, উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার।

কয়েকজন ব্যবসায়ীকে আগ্নে’য়াস্ত্রের বাঁট দিয়ে, মারার অভিযোগ ওঠে মা’দক বিক্রেতাদের বিরুদ্ধে। দারিয়াপুর হাটের ব্যবসায়ী-দের সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই দু’ষ্কৃতী মা’দকের কারবার করে। তারই প্রতিবাদ করেছিলেন হাট-মালিকের ছেলে। অভিযোগ, পাল্টা দিতে তিন দু’ষ্কৃতী আগ্নে’য়াস্ত্র নিয়ে, হামলা চালায় তাঁর উপর।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন