কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়; ‘খিল্লি’ করল গেরুয়া শিবির। গতকালই অখিলেশের প্রচারসভায় যোগ দিতে; যোগী রাজ্য উত্তরপ্রদেশে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই তৃণমূল নেত্রীর বার্তা-‘জয় শ্রীরাম নয়; ভুল কথা বলবেন না; বলুন জয় সিয়ারাম’। বারাণসীতে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ সহ বিজেপি নেতৃত্বকে; কটাক্ষ করে গেলেন তৃণমূল নেত্রী। গতকাল বারাণসীতে পা দিয়েই; বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেত্রীকে। শুধু তাই নয় গাড়িতে ধাক্কা দেওয়া থেকে শুরু করে; কালো পতাকাও দেখানো হয় তাঁকে। এরপরেই জনসভা থেকে বিজেপি কর্মীদের তীব্র কটাক্ষ করেছেন মমতা।
এদিকে কাশী বিশ্বনাথ মন্দিরে ষোড়শ উপাচারে; ভক্তি ভরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্রকে পাশে বসিয়ে; যাবতীয় ধর্মীয় আচার পালন করেন মমতা। ফুল-ফল সহযোগে নৈবেদ্য পরিবেশনের সঙ্গেই; শান্তি কামনায় বাবা বিশ্বনাথের মাথায় দুধও ঢালেন তিনি। দৃশ্যত পরিতৃপ্ত মমতা গলায় তখন শুধুই ‘হর হর মহাদেব’ ধ্বনি। সমাজবাদী পার্টি ও তার জোটসঙ্গীদের জনসভা মাতিয়ে মমতা সোজা চলে আসেন কাশী করিডরে বাবা বিশ্বনাথের মন্দিরে। উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানায় মন্দির কর্তৃপক্ষ।
মহাদেবের চরণে পুজো দেওয়ার সঙ্গেই; পার্বতী, অন্নপূর্ণা মন্দিরেও পুজো দেন তিনি। ভক্তি নিবেদন করেন ‘নন্দী মহারাজ’এর কাছেও। মন্দিরের বাইরে তখন মমতাকে দেখার প্রতীক্ষায়; কাতারে কাতারে মানুষ। বুধবার শৈবতীর্থের এই অংশে দশাশ্বমেধ ঘাট রোডে; গেরুয়া পার্টির লোকজন মমতাকে বিক্ষোভ প্রদর্শন করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে। কিন্তু তাতে বিচলিত হননি বাংলার অগ্নিকন্যা; হাসিমুখে সবাইকে করজোড়ে জানালেন;‘হর হর মহাদেব’!
সকালে জনসভা ও ভোট প্রচারে ব্যস্ত থাকলেও; দুপুরে সমস্ত কাজ সম্পন্ন করে বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন তৃণমূল নেত্রী। দীর্ঘক্ষণ ধরে মন্দিরে পুজো দেন তিনি; করেন আরতিও। বিশ্বনাথ শিবের মাথায় দুধ ঢেলে; পুজো সম্পন্ন করেন মমতা।
কাশী বিশ্বনাথ মন্দিরে; মমতার পুজোর ছবি ছড়িয়ে পরতেই কটাক্ষ করেছে বিজেপি শিবির। শেষপর্যন্ত মমতাকে হিন্দু ধর্মের পুজো করতে হল; সেই ভোটের জন্যই; কটাক্ষ গেরুয়া শিবির থেকে। কপালে সাদা হলুদ চন্দন মাখা মমতার ছবি শেয়ার করে; খিল্লি শুরু করেছে বিজেপি নেতারা। ভোটের জন্য মমতাকে কাশি বিশ্বনাথের দরবারে ছুটতে হল; কটাক্ষ গেরুয়া শিবিরের।