শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন; তবে বিজেপি-প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে না তৃণমূল। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে। এমনকি তৃণমূলের টিকিটে জেতা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও; চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কাঁথি ও তমলুকের দুই সাংসদকে বলা হয়েছে; উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কেন চিঠি দিয়ে জানানো হল; এই দুজনকে? কারণ, আগেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে; সওয়াল করেন শিশির অধিকারী। তৃণমূলের অনুমান, ধনকড়কেই ভোট দেবেন অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু। সেই কারণেই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি।
আরও পড়ুনঃ চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন
কেন বিরোধীদের মহিলা প্রার্থী মার্গারেট আলভা-কে; ভোট দিচ্ছে না মমতার তৃণমূল? কেন এতদিন তুমুল বিরোধিতা করা ধনকড়ের বিরুদ্ধে ভোট দেবে না ঘাসফুল? উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নাইড়ুর মেয়াদ; শেষ হচ্ছে শনিবার; তাই নয়া উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ পক্ষের প্রার্থী জগদীপ ধনখড় এবং অ-বিজেপি জোট প্রার্থী মার্গারেট আলভা।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন; “শেষ-মুহূর্তে মার্গারেট আলভার নাম বিরোধীপক্ষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যে দলের ৩৫ জন সাংসদ রয়েছে; সেই দলের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত হয়েছে”। তাই প্রতিবাদ-স্বরূপ সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায়; অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।