“তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, আওয়াজ তুলছে আমজনতা। তৃণমূল নেতা অনুপম দত্ত খু’নে ‘মূল ষড়যন্ত্রীর’ জামিন মিলতেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। স্বামীর খু’নের চার্জশিট নিয়ে, পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তৃণমূল নেত্রী। নিহত কাউন্সিলরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে, পরিবারের সংশয় প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকারের তরফে, নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। কিন্তু কি করে জামিন পেল, তৃণমূল নেতা অনুপম দত্তর হ’ত্যাকারি? প্রশ্ন তৃণমূলেই।
নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, “একটা মানুষ যদি একটা মানুষকে মে’রে দিয়ে এভাবে হঠাৎ বেরিয়ে যায়, তাহলে আমার কথা আপনি পরে ভাববেন, কোন মানুষ আজ নিরাপদে আছে? নিরাপদে তো কেউ নেই তাহলে। পুলিশের উপর এতদিন ভরসা রেখেছিলাম। এখনও আছি, দেখা যাক কী হয়”। উচ্চতর তদন্তের দাবি জানাতে চান কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই আরও ভালভাবে যেন তদন্ত হয়”।
আরও পড়ুনঃ তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা
নিহত তৃণমূল কাউন্সিলরের ভাই নিরুপম দত্তর দাবি, “খুনের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিশের কাছে খুনের কথা কবুলও করেছে খুনি। গোটা ঘটনায় মূল ষড়যন্ত্রী বাপি পণ্ডিতের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও কীভাবে হাইকোর্টে জামিন মিলল”? একই প্রশ্ন তুলেছে নিহতের পুরো পরিবার। “তৃণমূল নিজের নেতার খু’নিদেরই, জামিন আটকাতে পারে না”, কিন্তু কেন জামিন হল খু’নির? আওয়াজ তুলছে আমজনতা।