তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা

225
তৃণমূল 'ছাত্রনেতা' গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা
তৃণমূল 'ছাত্রনেতা' গিয়াসউদ্দীন থেকে বিট্টু, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা

তৃণমূলের ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন মোল্লা থেকে বিট্টু মল্লিক, লজ্জার অন্ধকারে ডুবেছে বাংলার শিক্ষা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে হেনস্থার ইস্যুতে, খবরে এসেছিল তৃণমূল ‘ছাত্রনেতা’ গিয়াসউদ্দীন। এবার জামালপুর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের, টেবিল-চাপড়ে আঙুল-উঁচিয়ে হু’মকি দিল জামালপুর টিএমসিপির ব্লক-প্রেসিডেন্ট বিট্টু মল্লিক। শিক্ষা-জগতে ছাত্রনেতার নামে, তৃণমূলের গু’ন্ডাগিরির নজির দেখছে বাংলার মানুষ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তার ঘটনার, নিন্দায় সরব হয় সবস্তরের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহল। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। চরম অস্বস্তিতে পরে রাজ্যের শাসকদল। চাপে পরে উপাচার্যকে হেনস্তার ঘটনায়, অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এবার সামনে এল জামালপুর টিএমসিপির ব্লক প্রেসিডেন্ট বিট্টু মল্লিকের শা’সানির ঘটনা। যা দেখে চমকে উঠেছে গোটা বাংলা।

আরও পড়ুনঃ মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা ভাঙড়ের কুখ্যাত নেতা আরাবুল ইসলাম, হামেশাই টেবিল চাপড়ে অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিত। সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হল, পূর্ব বর্ধমানের জামালপুর। টিচার্স রুমে ঢুকে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আরাবুলের কায়দায় টেবিল চাপড়ে ও আঙুল উচিয়ে কলেজ শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিলেন।

বিট্টু মল্লিক জামালপুর কলেজের বর্তমান পড়ুয়াও নন, প্রাক্তনীও নন। তারপরও কীভাবে এই ছাত্রনেতা, ঢুকে এলেন টিচার্স রুমে? কার জোরে এভাবে টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে, তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের হুমকি দিলেন? ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, সেই প্রশ্নই তুলছে বাংলার মানুষ, উঠেছে নিন্দার ঝড়।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন