The News বাংলা, দিনহাটাঃ এবার দিনেদুপুরে স্কুলে শুট আউট। স্কুলের মধ্যেই চলল গুলি। ঘটনায় ৩ শিক্ষক গুলি লেগে আহত যার মধ্যে ২জন তৃণমূল নেতা বলে জানা গেছে। কোচবিহারের দিনহাটায় গীতালদহে একটি বেসরকারি স্কুলে চলল গুলি। গুলির মাঝে পরলেন ৩ শিক্ষক। আতঙ্কে দু-দুটি স্কুল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি
আরও পড়ুনঃ প্রেতচর্চা ও বিখ্যাত বাঙালি
ফের যুব তৃণমূল বনাম আসল তৃণমূল লড়াই এর অভিযোগ। তার জেরে এবার স্কুলের ভিতর চলল গুলি। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার শিক্ষকদের লক্ষ্য করেও স্কুলের মধ্যেই চলল গুলি। কোচবিহারের দিনহাটায় গীতালদহ হরিহর বেসরকারি স্কুলে চলল গুলি। বেশ কয়েক রাউন্দ গুলি চালায় দুষ্কৃতীরা। তিনজন শিক্ষকের গায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গুলি চালানোর তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও
আরও পড়ুনঃ আইন ভেঙে অর্নব দামকে পরীক্ষা দিতে দিল না রাজ্য সরকার
জানা গেছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত হয়েছেন এই তিন শিক্ষক, তাদের মধ্যে দুজন তৃণমূল নেতা। একটি সূত্রের খবর, তৃণমূল নেতার শিক্ষক দাদাকে মারতে আসে দুষ্কৃতীরা। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই শিক্ষক। ঘটনাটি দিনহাটার গীতালদহের। আহতরা দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ।
আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের
আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’
স্থানীয়রা জানান, সকাল থেকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। গুলিও চলে। এরমধ্যেই স্কুলের মধ্যে ঢুকে ওই তিন শিক্ষককে গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। অন্য একটি সূত্র জানাচ্ছে, তৃণমূলের সংঘর্ষের মাঝে এসে পড়েন দুই শিক্ষক। সেসময় তাঁরা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এদিকে, দিনহাটা থানার আইসি জানান, গুলি চলেনি। তবে দুপক্ষের সংঘর্ষ হয়েছে মাত্র।
আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কারা আসল তৃণমূল এই নিয়েই লড়াই চলছে। লড়াইটা যুব তৃণমূল বনাম মুল তৃণমূল লড়াইও বলা যেতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩ জন শিক্ষক যার মধ্যে ২ তৃণমূল কর্মী, তাদের গুলি লেগেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি দুটো স্কুলে। বন্ধ হয়ে গেছে স্কুল দুটি। ভয়ে দোকানপাট বন্ধ করে পালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের তরফ থেকে এই ঘটনার সব দায় বিজেপি, সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের উপর চাপানো হয়েছে।
পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:
পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা