‘নুপূর শর্মা’ নামের আড়ালে; পা’ক জ’ঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা; খুঁজে বের করবে এনআইএ। রাজস্থানের উদয়পুর শহরে হিন্দু দর্জি কানহাইয়ালাল সাহু-কে; নি’র্ম’মভাবে গলা কে’টে হ’ত্যা করা হয়। যার জেরে গোটা রাজস্থানে উত্তে’জনা ছড়িয়ে পড়ে। নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায়; গলা কে’টে ফেলা হয় ওই হি’ন্দু ব্যক্তির। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে খু’নি’রা বলেছিল; “ইস’লামের অবমাননার প্রতি’শোধ নিচ্ছে তারা”। এই ঘটনায় এনআইএ-কে তদন্তের ভার দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কানহাইয়ালাল সাহুকে হ’ত্যার ঘটনায়; এবার সামনে এল আরেক চাঞ্চ’ল্যকর তথ্য। হত্যাকারীদের সঙ্গে সরাসরি পা’ক-যোগ পেলেন তদ’ন্তকারীরা। একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল; “সা’ম্প্রদা’য়িক হিং’সা নয়; উদয়পুর হ’ত্যাকা’ণ্ডের পেছনে রয়েছে জ’ঙ্গি’যোগ”। এই ঘটনায় দুই আত’তায়ীকে; গ্রেফতার করেছে পুলিশ। ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর বা মহম্মদ রিয়াজ আখতারি নামের দুই খু’নিকে; ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
দুই আ’সামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল। রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন; “অভিযুক্ত ঘাউস মহম্মদ ২০১৪-১৫ সালে, ৪৫ দিন টানা পা’কিস্তানে জ’ঙ্গি প্রশিক্ষণ নিয়েছে; এরপর কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে। দুজনেই জ’ঙ্গিদের স্লি’পার সে’ল হিসাবে; কাজ করত বলেই তদন্তের রিপোর্ট।
আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের
২৬/১১, মুম্বই হা’মলার ভয়’ঙ্কর স্মৃতি; সবাইকে মনে করাতে; কানহাইয়ালালের খু’নিদের বাইকের নম্বর প্লেটেও লেখা ২৬-১১। অভি’যুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারই; চমকে দিল সবাইকে। খু’নির বাইকে নাম্বার প্লেটে লেখা নাম্বারটি হল ২৬-১১; যা দেখলেই টাটকা হয়ে ওঠে মুম্বই হা’মলার ভয়া’বহ স্মৃতি। আরটিও অফিস-কে ৫ হাজার টাকা ঘু’ষ দিয়ে; এই স্পেশাল নাম্বার নিয়েছিল সে। মুম্বইয়ে না’রকী’য় হা’মলার স্মৃতি উ’স্কে দিতেই, এই নম্বর ব্যবহার করেছিল; অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস।
তদন্তে প্রমাণ হয়েছে, মহম্মদ রিয়াজ আখতারি ও মহম্মদ ঘাউস; দুজনেই প্রতিবেশী দেশটির স্লি’পার সে’ল। ঘাউস মহম্মদ সরাসরি পা’কিস্তানে গিয়ে; ট্রেনিং নিয়ে এসেছে। ঘুমিয়ে থাকা জ’ঙ্গিদের, নির্দিষ্ট সময়ে বড় অ্যাক’শনের জন্য জাগিয়ে তোলা হয়। কিন্তু নুপূর শর্মা এপিসোডের পর; এই রিয়াজ আর ঘাউস আর চুপ করে ভিড়ে মিশে থাকতে পারেনি।