উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের

948
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা

The News বাংলা, কলকাতাঃ অভিনেতা নাসিরউদ্দিন শাহের হয়ে এবার মুখ খুললেন বাংলার বুদ্ধিজীবীরা। উগ্র হিন্দুত্ববাদী নিশানায় রাজস্থানে নাসিরউদ্দিন এর স্কুলের অনুষ্ঠান বাতিল, তীব্র নিন্দা করলেন বাংলার বুদ্ধিজীবীরা।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপে বাতিল হয়েছে বিখ্যাত অভিনেতার অনুষ্ঠান। যেভাবে উগ্র মৌলবাদী সংগঠনের চাপের কাছে নতিস্বীকার করে রাজস্থানের আজমীর শহরে স্বনামধন্য অভিনেতা নাসিরুদ্দিন শাহের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তা সংস্কৃতিজগতের পক্ষে নিদারুণ উদ্বেগের বিষয়। শনিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছেন রাজ্যের বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা।

উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখার্জি, পরিচালক অনীক দত্ত সহ বুদ্ধিজীবীদের পক্ষে থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৬৮ বছরের অভিনেতা নাসিরুদ্দিন যে স্কুলে পড়েছিলেন, সেই সেন্ট আনসেলম সিনিয়র সেকেন্ডারি স্কুলে শুক্রবার সাহিত্য উৎসবের সূচনা হওয়ার কথা ছিল। উৎসবের শুরুতে মূল ভাষণ দেওয়ার কথা ছিল নাসিরুদ্দিনের। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ভয় দেখিয়ে সেই অনুষ্ঠান পন্ড করেছে।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেছেন, ‘গত শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে ভারতের অভিনয়জগতে স্বতন্ত্র মর্যাদায় মন্ডিত এই বর্ষীয়ান শিল্পীকে শনিবার যেভাবে সাম্প্রদায়িক জিগির তুলে অপমান ও হেনস্থা করা হচ্ছে তা আমাদের দেশের সৃজনের ধারার সঙ্গে যুক্ত সকলের পক্ষে কলঙ্কজনক’।

উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা
উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

তাঁরা আরও বলেন, ‘বিভেদ ও অশান্তির বিরুদ্ধে সমাজজীবনে সুস্থতা ও প্রগতির স্বার্থে নাসিরুদ্দিনের বলিষ্ঠ কণ্ঠ বারবার দেশের মানুষকে উজ্জীবিত করেছে। আজ যারা তাঁর বিরুদ্ধে কুৎসিত ব্যক্তি আক্রমণ করছে তাদের লক্ষ্য ধর্মের নামে রাজনীতি করে নিজেদের স্বার্থসিদ্ধি। দেশটাকে বিভেদ আর দাঙ্গার অশান্তিতে জ্বালিয়ে পুড়িয়ে এরা দেশের শত্রুদের হাত শক্ত করতে চায়’।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

বিবৃতিতে বিশিষ্টজনেরা আরও বলেছেন, ‘আধুনিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ঐক্য ও সংহতিকে যারা সুদৃঢ় ও অব্যাহত রাখতে চান তাঁদের প্রত্যেকের অবিলম্বে এই কদর্যতার প্রতিবাদে সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা দ্যর্থহীন ভাষায় আমাদের প্রিয় সুহৃদের অবমাননার ধিক্কার জানাচ্ছি’।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, নাট্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখার্জি, অনীক দত্ত, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন, মেঘনাদ ভট্টাচার্য, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন, আইনজীবী বিকাশ ভট্টচার্য, অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, অসিত বসু, কুন্তল মুখোপাধ্যায়, শুভেন্দু মাইতি, সৌরভ পালধি, তূর্ণা দাশ, সংগ্রামজিৎ সেনগুপ্ত, দিলীপ চক্রবর্তী, ভদ্রা বসু ও মন্দাক্রান্তা সেন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন