জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকে লাইভ করার উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি বন্দুকবাজ হামলার স্মৃতি এখনো বিশ্ববাসীর কাছে টাটকা। সেই হামলা চলাকালীন ফেসবুকে লাইভে এসে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছিল হামলার কথা, সাথে নৃশংস ভিডিওর মাধ্যমে হত্যাকাণ্ডের বীভৎসতা দেখেছিলো সারা বিশ্ব।
আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা
সেই ঘটনার পরেই জনপ্রিয় এই নেটওয়ার্ক এর সমালোচনায় মুখুর হয়েছিল সারা বিশ্ব। কি ভাবে ওই রকম নৃশংস দৃশ্য ছড়িয়ে পড়লো দুনিয়া জুড়ে, কেন আটকানো গেল না সেই নারকীয় ঘটনার ভিডিও, সেই নিয়েও সমালোচনা কম হয় নি।
আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর
১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে যে জঙ্গি হানা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের হত্যা করা। সেই হালমায় প্রায় ৫০ জন মুসলিম নাগরিক মারা যান। এবং ১৭ মিনিটের লাইভ ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বিশ্ব জুড়ে।
আরও পড়ুনঃ সামাজিক বাধা ভেঙে এভারেস্ট জয়ের লক্ষ্যে শেরপাদের বিধবা স্ত্রী
ফেসবুক ইতিমধ্যে ওই ঘটনার অন্তত ৯০০ ভিডিও চিহ্নিত করে ডিলিট করেছে। যেসব প্রোফাইল বা গ্রুপে ওই ভিডিও শেয়ার হয়েছিল তার অনেক গুলোকেই ব্লক করে হয়েছে ফেসবুকের তরফ থেকে।
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল
তারপর থেকেই ভাবনাচিন্তা শুরু করে জনপ্রিয় মার্ক জাকারবার্গ এর স্যোশাল নেটওয়ার্ক সংস্থা। শনিবারই ফেসবুকের চিফ অপারেটিং অফিসার সেরিল স্ট্যান্ডবার্ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে সকল ফেসবুক ব্যবহারকারী ইচ্ছেমতো লাইভ করতে পারবেন না। ফেসবুক লাইভে আসার জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
আরও পড়ুনঃ ২৩ আসনেই জয় নিশ্চিত, বাংলা দখলের লক্ষ্যে অবিচল অমিত শাহ
ফেসবুকে পরবর্তীতে যাতে কেউ হিংসা, সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে তার জন্যই এই কড়া পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এবার এটাই দেখার যে এই সিদ্ধান্তে ফেসবুক কতটা সফল হতে পারে, কারণ পৃথিবী জুড়ে অন্তত ২৭০ কোটি ফেসবুক ইউজারনেম ছড়িয়ে আছে।
আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।