স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পেল মমতার কলকাতা

2164
The News বাংলা Exclusive
The News বাংলা

The News বাংলা, কলকাতাঃ স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পেল মমতার কলকাতা পুরসভা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হবার পর আর কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কলকাতার মেয়র হন নি। ফিরহাদ হাকিমকে মেয়র করে সেই নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার আগে ১৯৩৫ সালের এপ্রিলে কলকাতার প্রথম মুসলিম মেয়র হন আবুল কাশেম ফজলুল হক (৩০/০৪/১৯৩৫-২৯/০৪/১৯৩৬)।

স্বাধীনতার আগে কলকাতার মুসলিম মেয়র হন আবদুর রহমান সিদ্দিকি (২৪/০৪/১৯৪০-২৮/০৪/১৯৪১), সাঈদ বদরুদ্দোজা (৩০/০৪/১৯৪৩-২৬/০৪/১৯৪৪) ও সাঈদ মহম্মদ উসমান (২৯/০৪/১৯৪৬-২৯/০৪/১৯৪৭)। স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পেল মমতার কলকাতা পুরসভা। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

১৯২৪ সালে কলকাতার প্রথম মেয়র হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ১৯৯০ সালে প্রশান্ত চ্যাটার্জির পর দল নির্বিশেষে টানা ২৮ বছর কলকাতার মেয়র ছিলেন একজন ব্রাহ্মন। এবার সেই আসনে বসবেন স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র ফিরহাদ হাকিম।

একনজরে দেখে নিন কলকাতার মেয়র পদের তালিকাঃ

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, (১৬/০৪/১৯২৪-১৭/০৭/১৯২৫)
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত,(১৭/০৭/১৯২৫-০২/০৪/১৯২৮)
বিজয়কুমার বসু,(০২/০৪/১৯২৮-১০/০৪/১৯২৯)
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত,(১০/০৪/১৯২৯-২২/০৮/১৯৩০)
সুভাষচন্দ্র বসু,(২২/০৮/১৯৩০-১৫/০৪/১৯৩১)

ডাঃ বিধানচন্দ্র রায়,(১৫/০৪/১৯৩১-০৯/০৪/১৯৩৩)
সন্তোষকুমার বসু,(০৯/০৪/১৯৩৩-০৪/০৭/১৯৩৪)
নলিনীরঞ্জন সরকার,(০৪/০৭/১৯৩৪-৩০/০৪/১৯৩৫)
আবুল কাশেম ফজলুল হক,(৩০/০৪/১৯৩৫-২৯/০৪/১৯৩৬)
স্যার হরিশঙ্কর পাল,(২৯/০৪/১৯৩৬-২৮/০৪/১৯৩৭)

সনৎকুমার রায়চৌধুরি,(২৮/০৪/১৯৩৭-২৯/০৪/১৯৩৮)
এ কে এম জাকারিয়া,(২৯/০৪/১৯৩৮-২৬/০৪/১৯৩৯)
নিশীথচন্দ্র সেন,(২৬/০৪/১৯৩৯-২৪/০৪/১৯৪০)
আবদুর রহমান সিদ্দিকি,(২৪/০৪/১৯৪০-২৮/০৪/১৯৪১)
ফণীন্দ্রনাথ ব্রহ্ম,(২৮/০৪/১৯৪১-২৯/০৪/১৯৪২)

হেমচন্দ্র নস্কর,(২৯/০৪/১৯৪২-৩০/০৪/১৯৪৩)
সাঈদ বদরুদ্দোজা,(৩০/০৪/১৯৪৩-২৬/০৪/১৯৪৪)
আনন্দিলাল পোদ্দার,(২৬/০৪/১৯৪৪-২৭/০৪/১৯৪৫)
দেবেন্দ্রনাথ মুখার্জি,(২৭/০৪/১৯৪৫-২৯/০৪/১৯৪৬)
সাঈদ মহম্মদ উসমান,(২৯/০৪/১৯৪৬-২৯/০৪/১৯৪৭)

সুধীরচন্দ্র রায়চৌধুরি,(২৯/০৪/১৯৪৭-০১/০৫/১৯৫২)
নির্মলচন্দ্র চন্দ্র,(০১/০৫/১৯৫২-০৬/০৩/১৯৫৩)
নরেশনাথ মুখার্জি,(০৬/০৩/১৯৫৩-২৫/০৪/১৯৫৫)
সতীশচন্দ্র ঘোষ,(২৫/০৪/১৯৫৫-২৯/০৪/১৯৫৭)
ডাঃ ত্রিগুণা সেন,(২৯/০৪/১৯৫৭-০৮/০৪/১৯৫৯)

বিজয়কুমার ব্যানার্জি,(০৮/০৪/১৯৫৯-০৮/০৬/১৯৬০)
কেশবচন্দ্র বসু,(০৮/০৬/১৯৬০-২৮/০৪/১৯৬১)
রাজেন্দ্রনাথ মজুমদার,(২৮/০৪/১৯৬১-০৮/০৪/১৯৬৩)
চিত্তরঞ্জন চ্যাটার্জি,(০৮/০৪/১৯৬৩-২৬/০৪/১৯৬৫)
ডাঃ প্রীতিকুমার রায়চৌধুরি,(২৬/০৪/১৯৬৫-২৪/০৪/১৯৬৭)

গোবিন্দচন্দ্র দে,(২৪/০৪/১৯৬৭-১৩/০৬/১৯৬৯)
প্রশান্তকুমার শূর,(১৩/০৬/১৯৬৯-২৩/০৪/১৯৭১)
শ্যামসুন্দর গুপ্ত,(২৩/০৪/১৯৭১-৩০/০৭/১৯৮৫)
কমলকুমার বসু,(৩০/০৭/১৯৮৫-৩০/০৭/১৯৯০)
প্রশান্ত চ্যাটার্জি,(৩০/০৭/১৯৯০-১২/০৭/২০০০)

সুব্রত মুখার্জি,(১২/০৭/২০০০-০৫/০৭/২০০৫)
বিকাশরঞ্জন ভট্টাচার্য,(০৫/০৭/২০০৫-১৬/০৬/২০১০)
শোভন চট্টোপাধ্যায়,(১৬/০৬/২০১০-২২/১১/২০১৮)
ফিরহাদ হাকিম (২০১৮- বর্তমান)

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

মমতার হাত দিয়ে এই রেকর্ডও গড়ে ফেলল বাংলা। ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা ভোটে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যে মমতার দিকেই ঝুঁকবে এটাই আশা করছেন তৃণমূল নেতা কর্মীরা। তবে, কিছুদিন আগেই এক সাংবাদিক ইনটারভিউতে ‘মিনি পাকিস্তান’ শব্দ ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন তিনি। নারদ মামলাতেও তাঁর নাম আছে।

এই সিদ্ধান্তে হিন্দু ভোটে কোন প্রভাব পড়বে না তো? প্রশ্ন কিন্তু উঠছে। তবে, ভোটের ফলাফল ও ভোট শতাংশই বলবে মমতার এই মাস্টার স্ট্রোক কতটা সফল হল। আপাতত মমতার হাত ধরে স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র পেয়ে নজির কলকাতার।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন