“মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের

198
"মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ", শুভেন্দুকে 'আলুভাতে’ কটাক্ষ কুণালের

“মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”, শুভেন্দুকে ‘আলুভাতে’ কটাক্ষ কুণালের। “পুলিশের সামনে দাঁড়াতেই পারেননি ভয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার ‘আত্মসমর্পণ’ করে দেন”, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এদিন নবান্ন অভিযান নিয়ে বলতে গিয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা শুভেন্দু বলেছেন, “আমি কোন জেলখাটা আসামির কথার উত্তর দি না”।

এদিন কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে ধরা দেন। কুণাল বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আগেই একপ্রকার পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করে দেন। এদিন সকাল থেকেই শুভেন্দুর উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ আসা শুরু হয়, কুণাল ঘোষ এর তরফ থেকে।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড, সরকারি প্রকল্পে বেসরকারি চাকরি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কুণাল ঘোষের কটাক্ষ, “রাজ্যের বিরোধী দলনেতার দিকে যতগুলি ক্যামেরা তাক করা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়াতে পারল না। পুলিশের সামনে দাড়িয়ে থাকার নার্ভ ওর নেই”। পরে কটাক্ষের সুর আরও চড়ান কুণাল। এবার একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে, আক্রমণ করেন শুভেন্দুকে।

বলেন, “আজ শুভেন্দুকে মুখে বলে প্রমাণ করতে হল তিনি পুরুষ”। বিখ্যাত বাংলা ছবি সপ্তপদীর প্রসঙ্গ টেনে এনে, তৃণমূল মুখপাত্র বলেন, “এ যেন সপ্তপদী রিভিজিটেড। সেদিন রিনা ব্রাউন বলেছিলেন, আমায় টাচ করবে না। আর আজ শুভেন্দু অধিকারী বললেন”।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন