সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য

619
সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য/The News বাংলা
সোমবার বাংলার ৮ টি আসনে ভোট, দেখে নিন একনজরে ৮ কেন্দ্রে ভোটের কিছু তথ্য/The News বাংলা

সোমবার বাংলার ৫ জেলার ৮ টি লোকসভা আসনে ভোট গ্রহণ। দেখে নিন একনজরে ৮ লোকসভা কেন্দ্রের ভোটের কিছু তথ্য। প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সোমবার বাংলায় চতুর্থ দফার ভোটে। প্রায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।

বহরমপুর লোকসভা আসন। মুর্শিদাবাদে এবার কংগ্রেসের অস্তিত্ব রক্ষার লড়াই। অধীর চৌধুরী কি নিজের আসন ধরে রাখতে পারবেন? সেটাই এখন প্রশ্ন। এখানে মোট বুথ ১৮৪৪। পুরুষ ভোটার ৮৩৬০২১। মহিলা ভোটার ৭৯৪৪১৯। তৃতীয় লিঙ্গের ভোটার ৪০। মোট ভোটার ১৬৩০৫১০। ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বউয়ের খোঁজ রাখেন না, দেশের মানুষের খোঁজ কি করে রাখবেন, মোদীকে খোঁটা মমতার

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। নদিয়ার দুটি লোকসভা আসনেই ভোট সোমবার। এখানে মোট বুথ ১৮১২। পুরুষ ভোটার ৮৪১০০৩। মহিলা ভোটার ৭৮১৪৪৯। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৩। মোট ভোটার ১৬২২৪৯৫। এই আসনেরও প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

রানাঘাট লোকসভা কেন্দ্র। খুন হয়ে যাওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রুপালী বিশ্বাস এখানকার তৃণমূল প্রার্থী। এখানে মোট বুথ ১৯৭১। পুরুষ ভোটার ৯০৩৪৪০। মহিলা ভোটার ৮৫০৩২৪। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮। মোট ভোটার ১৭৫৩৮১২।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। মোট বুথ ১৯১৯। পুরুষ ভোটার ৮৬৬৬০২। মহিলা ভোটার ৮৪৬৪৯৮। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮। মোট ভোটার ১৬৯৩১৪৮।

আরও পড়ুনঃ রাজনৈতিক স্বার্থে ওবিসির সংরক্ষন নিয়েছেন মোদী, মন্তব্য মায়াবতীর

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। মোট বুথ ২০০৬। পুরুষ ভোটার ৮৭৮১৪০। মহিলা ভোটার ৮৪৮৫০৪। তৃতীয় লিঙ্গের ভোটার ২৬। মোট ভোটার ১৭২৬৬৭০।

আসানসোল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এখানে মোট বুথ ১৮৬০। পুরুষ ভোটার ৮৩৯৫৭১। মহিলা ভোটার ৭৬৭৫৮৭। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৮। মোট ভোটার ১৬০৭২০৬।

বোলপুর লোকসভা কেন্দ্র। মোট বুথ ১৯৫৭। পুরুষ ভোটার ৮৬৮৭৮৭। মহিলা ভোটার ৮৩১২১৭। তৃতীয় লিঙ্গের ভোটার ২৬। মোট ভোটার ১৭০০০৩০।

আরও পড়ুনঃ ভারতীয় না আমেরিকান, যাদবপুরে গ্রেট খালির ভোট প্রচার নিয়ে এবার জোর বিতর্ক

বীরভূম লোকসভা কেন্দ্র। মোট বুথ ১৯০৮। পুরুষ ভোটার ৮৬০১১৯। মহিলা ভোটার ৮৩৪৬৭৮। তৃতীয় লিঙ্গের ভোটার ২৫। মোট ভোটার ১৬৯৪৮২২।

বীরভূম জেলাতেও ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই আগেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তৃতীয় দফার ভোটেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা চোখে পড়েছে। একজনের মৃত্যুও হয়েছে। সোমবার চতুর্থ দফার ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটাই এখন দেখার।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন