পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

844
বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে/The News বাংলা
বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে/The News বাংলা

ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়ল পুরীতে। পুরো ওড়িশায় চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সন্ধ্যায় ঢুকে পড়বে বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে; এমনটাই জানা যাচ্ছে। ঝড়ের গতিবেগ বেড়েছে অনেকটাই। খুব তাড়াতাড়ি আসছে ফণী

ওড়িশায় ঠিক সকাল ১০ টায়; আছড়ে পড়ল মুল ঘূর্ণিঝড় ফণী। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৯০ কিমি। ঝড়ের ব্যাসার্ধ ৫০ কিমি। সকাল ৯ টা থেকেই ওড়িশায় ঢুকতে শুরু করে ফণী। এই মুহূর্তে চলছে চরম তাণ্ডব।

শুক্রবার সন্ধ্যার পরেই; পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে ভয়াল ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি।

শুক্রবার দুপুরের পর ওড়িশায় আছড়ে পড়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৯ টাতেই ফণীর সামনের অংশ আছড়ে পড়ল ওড়িশা উপকূলে। ১০ টাতেই মুল ঝড় আছড়ে পড়ল ওড়িশায়। গোপালপুর-চাঁদবালির মাঝে ফণী আছড়ে পড়ার পর; ঘূর্ণিঝড় স্থলভাগের উপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর; ফণী এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগারে অবস্থান করছে। কলকাতা থেকে ফণীর অবস্থান ৫০০ কিলোমিটার দূরে। দিঘা থেকে প্রায় ৩০০ কিলোমিটার। এ রাজ্যে তাণ্ডব চালানোর পর সোমবারে; বাংলাদেশে ঢুকবে ফণী। অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টা বাংলায় অবস্থান করবে ফণী।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন; শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। ৪ মে ফণীর প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের দিকে গতিবেগ থাকবে ৯০ থেকে ১১৫ কিলোমিটারের মধ্যে। ৪ মে বিকেলের দিকে বাংলাদেশের দিকে ঢুকবে ফণী

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে; এ রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়তে পাড়ে গাছ; কাঁচা বাড়ি; বিদ্যুতের খুঁটি। কলকাতায় ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়তে পারে। তাছাড়া কলকাতায় বৃষ্টির জেরে জল জমতে পারে। দিঘা; মন্দারমণি; বকখালি; শঙ্করপুর; ফ্রেজারগঞ্জ এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন; সাধারণ মানুষের উদ্দেশে আমাদের বার্তা; কোনওরকম গুজবে কান দেবেন না। আবহাওয়ার আপডেট আমাদের কাছে জানুন।

এদিকে, শুক্রবার সকাল থেকেই রাজ্যের আকাশে মেঘে ছেয়ে আছে। আজ সন্ধের পর থেকে শনিবার সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারই কলকাতা, দুই মেদিনীপুর; হাওড়া; হুগলি; দুই বর্ধমান; দুই ২৪ পরগনা; পুরুলিয়া; বাঁকুড়া; নদিয়া; মুর্শিদাবাদ; বীরভূম; ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবারও ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ মে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন