মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে বিক্ষোভ এসএসকেএমে, ডাক্তারদের হস্টেল খালি করার নির্দেশ

583
মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে বিক্ষোভ এসএসকেএমে, ডাক্তারদের হস্টেল খালি করার নির্দেশ/The News বাংলা
মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে বিক্ষোভ এসএসকেএমে, ডাক্তারদের হস্টেল খালি করার নির্দেশ/The News বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এসএসকেএম হাসপাতালে; পাল্টা হস্টেল খালি করার নির্দেশ মমতার। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন এসএসকেএম হাসপাতালে। ৪ ঘণ্টার মধ্যে ডাক্তারদের আন্দোলন তুলে; কাজে যোগ দেবার নির্দেশ দিলেন মমতা। এরপরেই মমতাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়।

এসএসকেএম হাসপাতালে গিয়ে এদিন মমতা; বেশ কিছু কড়া স্টেপ নেওয়ার কথা বলেন। কর্মবিরতি চলাকালিন কোন রোগী মৃত্যু হলে; তার তদন্ত হবে বলে জানিয়ে দেন মমতা। কাজে যোগ না দিলে এসমা জারি করে; কড়া পদক্ষেপ জারি কড়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে; এদিন আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে কর্মবিরতি ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয় এসএসকেএম-এ। রোগীর পরিবারের আত্মীয়রা বিক্ষোভে ফেটে পড়ে; মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। এরপরই বেলা ১২টা ২০ নাগাদ এসএসকেএম-এ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনআরএস কাণ্ডে ৫ জনকে গ্রেফতারের পরেও; ধর্মঘট কর্মবিরতি চালিয়ে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশে তোপ দাগেন তিনি। বলেন; “৪ দিন ধরে রোগী পড়ে আছে; কয়েকজন মিলে তাণ্ডব চালাচ্ছে। আমার মন্ত্রী গিয়েছেন; পুলিস কমিশনার গিয়েছেন। যাঁরা নাটক করছে; তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেব”।

মুখ্যমন্ত্রীর দাবি; “যাঁরা আন্দোলন করছেন; তাঁরা কেউ জুনিয়র ডাক্তার নয়; তাঁরা আউটসাইডার। বিজেপি-সিপিআইএম উসকানি দিচ্ছে। শুধু হিন্দু-মুসলমান করা হচ্ছে”। হাসপাতালে রাজনীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসএসকেএম-এ দাঁড়িয়ে রাজ্যের সমস্ত জায়গায় কর্মবিরতি তুলে; ৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দেন; “৪ ঘণ্টার মধ্যে যাঁরা কাজে যোগ দেবেন না; তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। সরকার তাঁদের আর কোনও সাহায্য করবে না”।

ডাক্তারদের তোপ দেগে মমতা বলেন; “২৫ লাখ টাকা দিয়ে পড়াব, তারপর বন্ড দিয়ে পালিয়ে যাবে”? কাজে যোগ দেওয়ার নির্দেশের পাশাপাশি এসএসকেএম এ দাঁড়িয়ে জুনিয়ার ডাক্তারদের হস্টেল খালি করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এসমা জারি করে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি দেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে পৌঁছতেই; মমতা হায় হায় স্লোগান দেন রোগীর আত্মীয়রা। মমতার শাসানিতে ক্ষুব্ধ হন ডাক্তাররাও। মুখ্যমন্ত্রীর মুখে চরম হুঁশিয়ারি শুনে; অবাক হয়ে যায় রাজনৈতিক মহলও। মুখ্যমন্ত্রীর এদিনের শাসানিতে রীতিমত ক্ষুব্ধ ডাক্তারদের সংগঠনগুলি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন