কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

173
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা
কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে একযোগে সিবিআই হানা। কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে, চলছে চিরুনি তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার আরও তিন জায়গাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই, সিবিআই এর এই অভিযান। আপার চেলিডাঙা, আপকার গার্ডেন ও কলকাতায়, আইনমন্ত্রীর তিনটি বাড়িতে চলছে সিবিআই অভিযান।

এদিন সকাল ৮টা নাগাদ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার বাড়িতে পৌঁছে যায়, সিবিআই ও সিআরপিএফ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে, বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। কয়লা পাচারের তদন্তে নেমে, একাধিক ব্যক্তিকে, ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাদের লাগাতার জেরা করে, নিত্যনতুন তথ্য উঠে আসছে বলেই দাবি তদন্তকারীদের। সেই সূত্রে ধরেই, রাজ্যের আইনমন্ত্রীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই নথির খোঁজে এবার মলয় ঘটকের তিনটি বাড়িতে হানা দিল, কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুনঃ “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এদিকে কলকাতার ব্যবসায়ী প্রতীক দিওয়ানের, নিউ আলিপুরের বাড়ি-সহ মোট তিনটি জায়গায় চলছে সিবিআই তল্লাশি। এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। বাংলায় কয়লা পাচার মামলায় এবার জাল গুটিয়ে আনছে সিবিআই।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন