উর্মিলার নির্বাচনী সভায় মোদীর হয়ে শ্লোগান দেওয়ায় কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা। কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত হলেন বেশ কিছু বিজেপি সমর্থক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বরিভেলি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সোমবার বরিভেলিতে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের নির্বাচনী জনসভা ছিল।
আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা
উর্মিলা সভাস্থলে পৌঁছে যেতেই সেখানে উপস্থিত হন জনা কয়েক বিজেপি সমর্থক। উর্মিলা মঞ্চে ওঠা মাত্রই বিজেপি সমর্থকরা মোদী মোদী শ্লোগান দিতে শুরু করে। এরপর পাল্টা কংগ্রেস সমর্থকরা বিজেপি সমর্থকদের দিকে “চৌকিদার চোর হ্যায়” শ্লোগান দিতে দিতে এগিয়ে যায় এবং বিজেপি সমর্থকদের ঘিরে মারধর শুরু করে।
এই ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উর্মিলা সভাস্থলে প্রবেশের সময়েই সাদা কালো পোশাক পরিহিত এক ব্যক্তি মোদী মোদী বলে চিৎকার শুরু করে। ২০ সেকেন্ডের মধ্যেই কংগ্রেস সমর্থকরা তার দিকে এগিয়ে যায় এবং তাদের মধ্যে একজন গিয়ে ওই বিজেপি সমর্থককে প্রহার শুরু করে। এরপর বাকি কংগ্রেস সমর্থকরাও তাদের সাথে যোগ দিয়ে গনপিটুনিতে অংশ নেয়।
আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা
৫০ সেকেন্ডের মাথায় দেখা যায়, ওই স্থানেই উপস্থিত থাকা এক মহিলাকেও কংগ্রেস সমর্থকরা মারধর শুরু করে দেয়। ১ মিনিটের ভিডিওতে দেখা যায়, মারধরের ফলে ওই মহিলা যথেষ্ট চোট পান। তার মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস
ভোটের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে হামলার খবর প্রায়ই উঠে আসছে। শনিবারই নরেন্দ্র মোদীর সমর্থক হবার কারনে ডিএমকে কর্মীদের হাতে তামিলনাড়ুতে খুন হন ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ। গোবিন্দরাজন নামের নিহত বৃদ্ধ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নরেন্দ্র মোদীর প্রচার করছিলেন। তাঁর পরনে মোদী ও জয়ললিতার চিত্রায়িত ছবি ছিল।
আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক
কিন্তু ঊর্মিলার সভায় মোদী ভক্তরা কি করছিলেন প্রশ্ন উঠেছে সেটা নিয়েই। আর উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান কেন প্রশ্ন সেটা নিয়েও। তবে এই নিয়ে এখন সরগরম মুম্বাইয়ের রাজনীতি।
আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।