কাশ্মীরের ত্রালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা। ১৮০ ব্যাটেলিয়ান সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে বলেই জানা যাচ্ছে। পুলওয়ামার ত্রালে নওডাল এলাকায় ১৮০ ব্যাটেলিয়ানের এই সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গুলির আওয়াজও পাওয়া যায়।
আরও পড়ুনঃ ফিরদৌসের পর বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের আরেক অভিনেতা
ইতিমধ্যেই ত্রালের নওডাল এলাকায় ওই সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার খবর পেয়ে ছুটে গেছে বিশাল নিরাপত্তা বাহিনী। প্রাসাদ নামে একজন হাবিলদার আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা
জানা গেছে, জঙ্গিরা ১৮০ ব্যাটেলিয়ানের এই সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। গ্রেনেড ফাটে ক্যাম্পের মধ্যেই। ঘটনায় আহত হন প্রাসাদ নামের ওই হাবিলদার। তাঁর শরীরে গ্রেনেডের স্প্লিনটার ঢুকে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা কর্মীরা।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
জঙ্গিদের তরফ থেকে গুলি চালান হয় বলেই জানা গেছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা বড়সড় হামলার ছক কষেছে বলেই মনে করা হচ্ছে। জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চালাচ্ছে সেনাবাহিনী। অন্ধকারের সুযোগ নিয়ে কোথাও লুকিয়ে পড়েছে জঙ্গিরা, এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।