গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম

280
গরুপাচারের পর কয়লাকাণ্ডেও অনুব্রত মণ্ডলের নাম
গরুপাচারের পর কয়লাকাণ্ডেও অনুব্রত মণ্ডলের নাম

গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে, জামিনের আবেদন করেছিলেন। তবে সরকারি আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। আসানসোল বিশেষ সিবিআই আদালত জামিনের আবেদন খারিজ করে, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘গরু পাচারের পর এবার কয়লা কাণ্ডেও, নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের অন্যতম কয়লা মা’ফিয়া, শরাফত হোসেনের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। খয়রাশোলের বাসিন্দা শরাফত, কয়লা পাচার বাবদ কেষ্টকে মাসে ৫ কোটি টাকা নজরানা দিত বলে জানা গিয়েছে। কয়লা ছেড়ে যখন সে বালির অবৈধ ব্যবসা শুরু করে শরাফত, তখনও সে মোটা অঙ্কের টাকা কেষ্টকে দিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

বুধবার আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের জেলেই থাকতে হবে তাঁকে। গরু পাচারের পর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নজর অনুব্রত মণ্ডলের কয়লা পাচারের আয়ের দিকে। গরুর পর গোয়েন্দাদের নজর এখন ফের কয়লার দিকে। এখানেও কি যুক্ত ছিলেন কেষ্ট?

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন