রাশিয়া-ইউক্রেন যুদ্ধর মধ্যেই; ইউক্রেনের বেসমেন্টে, মেট্রো-স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা নিল ভারত। রুশ আক্রমণের পরই; ইউক্রেনে বেসমেন্টে, মেট্রো স্টেশনে আশ্রয় নেয় ভারতীয় পড়ুয়ারা। কিভাবে তাদের উদ্ধার করবে ভারত? এটাই ছিল বড় প্রশ্ন। আটকে পরা পড়ুয়াদের উদ্ধার করতে; বিশেষ প্লান নিল ভারত। রুশ হামলার মুখে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে; তৎপরতার সঙ্গে চলছে কাজ। আটকে পড়া ভারতীয়দের রোমানিয়া বা হাঙ্গেরি সীমান্তের দিকে; যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে; ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে মুহুর্মুহু আক্রমণ; গুলি-গোলা-ক্ষেপণাস্ত্র বর্ষণ। এরমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন সুমী শহর; রুশ সৈনিকদের দখলে চলে এসেছে। এরপর সেখানে আটকে পড়া প্রায় ৪০০ ভারতীয় ছাত্র; বেসমেন্টে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য; ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার। তাঁদের বেশিরভাগই সুমি স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া; বেসমেন্টে বসে আতঙ্কের প্রহর গুণছেন তাঁরা। ওই পড়ুয়ারা বলেছেন, বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে; ফলে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে আছেন; কিছু ভারতীয় ও ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে পরা সব ভারতিয়কেই; রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রোমানিয়া, হাঙ্গেরি সীমান্তের চেকপোস্টে; ভারতীয় কূটনীতিকরা রয়েছেন। আটকে পরা ভারতীয়দেরই; রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে; সীমান্তের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্র পায়ে হেঁটেই; পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে; ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে; জানিয়েছেন পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক। তিনি জানিয়েছেন; ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে তিনটি দল তৈরি হয়েছে; পোল্যান্ড সরকার সমস্তরকম সহযোগিতা করছে। ভারতীয়দের যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে; বার করে আনার জন্য কাজ করছে পোল্যান্ড।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পোঁছেছেন; ভারতীয় কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; ইউক্রেন বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে; দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।