না, ৪২ এ ৪২ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এর। তার থেকে অনেক কম আসনেই; আটকে থাকতে হবে তৃণমূলকে। The News বাংলার তরফ থেকে; বুথ ফেরত সমীক্ষায় উঠে এল এক অদ্ভুত সমীকরণ। তবে এবারে প্রায় ১০ থেকে ১৫ টি আসনে যে কেউ জিততে পারে বলেই; উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায়।
একনজরে সপ্তদশ লোকসভা নির্বাচনে; পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের সম্ভাব্য ফলাফল। তবে এই ফলাফল বুথ ফেরত মানুষের কিছু অংশের মধ্যে করা হয়েছে। ফলাফল পরিবর্তন হতেই পারে; কারণ অনেক জায়গাতেই লড়াই এবার ৪ দলের। দেখুন এবারের লোকসভা নির্বাচনে কোন আসনে সম্ভাব্য বিজয়ী কে হতে পারে?
১) কোচবিহার: বিজেপি
২) আলিপুরদুয়ার: বিজেপি
৩) জলপাইগুড়ি: তৃণমূল
৪) দার্জিলিং: তৃণমূল
৫) রায়গঞ্জ: কংগ্রেস
৬) বালুরঘাট: বিজেপি
৭) মালদহ উত্তর: তৃণমূল
৮) মালদহ দক্ষিণ: কংগ্রেস
৯) জঙ্গিপুর: কংগ্রেস
১০) মুর্শিদাবাদ: তৃণমূল
১১) বহরমপুর: কংগ্রেস
১২) কৃষ্ণনগর: বিজেপি
১৩) বর্ধমান পূর্ব: তৃণমূল
১৪) বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল
১৫) রানাঘাট: বিজেপি
১৬) আসানসোল: বিজেপি
১৭) বোলপুর: তৃণমূল
১৮) বীরভূম: তৃণমূল
১৯) বনগাঁ: তৃণমূল
২০) ব্যারাকপুর: তৃণমূল
২১) হাওড়া: তৃণমূল
২২) উলুবেড়িয়া: তৃণমূল
২৩) শ্রীরামপুর: তৃণমূল
২৪) হুগলি: তৃণমূল
২৫) আরামবাগ: তৃণমূল
২৬) তমলুক: তৃণমূল
২৭) কাঁথি: তৃণমূল
২৮) ঘাটাল: তৃণমূল
২৯) মেদিনীপুর: বিজেপি
৩০) ঝাড়গ্রাম: তৃণমূল
৩১) পুরুলিয়া: বিজেপি
৩২) বাঁকুড়া: তৃণমূল
৩৩) বিষ্ণুপুর: তৃণমূল
৩৪) দমদম: তৃণমূল
৩৫) বারাসাত: তৃণমূল
৩৬) বসিরহাট: তৃণমূল
৩৭) জয়নগর: তৃণমূল
৩৮) মথুরাপুর: তৃণমূল
৩৯) ডায়মন্ড হারবার: তৃণমূল
৪০) যাদবপুর: তৃণমূল
৪১) কলকাতা উত্তর: তৃণমূল
৪২) কলকাতা দক্ষিণ: তৃণমূল
বুথ ফেরত সমীক্ষার হিসাবে তৃণমূল পেতে পারে ৩০ টি আসন; বিজেপি ৮ টি আসন; কংগ্রেস ৪ টি আসন পেতে পারে। সিপিএম একমাত্র রায়গঞ্জ ও যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে। রাজ্যে ধর্মের ভিত্তিতে মানুষ কতটা ভোট দিয়েছে; সেটাও এবারের ভোটে বড় ফ্যাক্টর।
অবশ্যই এই হিসাব খুব কম মানুষের সার্ভে নির্ভর। চার দলের লড়াই ও ভোটের বুথে সব মানুষ পৌঁছুতে পেরেছেন কিনা; তাঁর উপর অনেকটাই নির্ভর করবে এই ভোটের আসল ফলাফল। ২৩ তারিখ জানা যাবে আসল ফল।