ভোট শেষ হবার ৭ দিন পরে সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের

371
ভোট শেষ হবার ৭ দিন পরে সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের/The News বাংলা
ভোট শেষ হবার ৭ দিন পরে সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের/The News বাংলা

ভোট হবার এক সপ্তাহ পরে; সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের। আর এই পরেই স্যোশাল মিডিয়ায় বিদ্রুপ; ছড়িয়ে পড়ে বলিউড অভিনেতা ফারহান আখতারের উদ্দ্যেশ্যে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড়সেকে; দেশভক্ত বলে বিতর্ক তৈরি করেছিলেন মধ্যপ্রদেশের ভূপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মন্তব্যের জন্য; সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না করেন। এবার সাধ্বী প্রজ্ঞাকে কটাক্ষ করে; উল্টে বিদ্রুপের সম্মুখীন হলেন বলিউড অভিনেতা ফারহান আখতার।

আরও পড়ুনঃ রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

শনিবার ফারহান আখতার ট্যুইট করে; ভোপালের ভোটারদের সাধ্বী প্রজ্ঞাকে ভোট দিতে বারণ করেন। কিন্তু ভোপালের ভোট এক সপ্তাহ আগেই; গত ১২ই মে ষষ্ঠ দফায় হয়ে যাওয়ায়; ট্যুইটারে নেটিজেনদের বিদ্রুপের সম্মুখীন হন ফারহান।

কেদারনাথের গুহায় যোগীর বেশে রাত্রিযাপন করবেন ধ্যানমগ্ন মোদী

ফারহান ট্যুইটে হ্যাসট্যাগ দিয়ে লিখেছিলেন,
#SayNoToPragya
#SayNoToGodse
#RememberTheMahatma #ChooseLoveNotHate

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

এরপরেই বিদ্রুপ করে অনেকে বলেন, কেউ কেউ বলেন, ২০২৪ সালের নির্বাচনের অনেক দেরি; ফারহান ৫ বছর আগেই ট্যুইট করে ফেলেছেন। কেউ বলেন, ফারহানের ইন্টারনেট খুব স্লো; তাই ভোট হয়ে যাওয়ার ১ সপ্তাহ পরে ট্যুইটার সেটা পাবলিশ করছে।

আরও পড়ুনঃ বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী

সবমিলিয়ে ভোট কবে এটা যে জানেন না; সেটাই প্রমাণ করলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। যার জেরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন তিনি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন