মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্র থেকে বিজেপির সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করাকে তীব্র কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর; একজন সন্ত্রাসবাদীকে কিভাবে টিকিট দিয়েছে বিজেপি; প্রশ্ন তুলে এটাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।
স্বরা আরও বলেন; একজন গেরুয়া পোষাক পরিধান করলেই সাধু হয়ে যায় না; সাধ্বী প্রজ্ঞা তাই একজন সন্ত্রাসী। অনেকে বলে থাকেন; সন্ত্রাসের ধর্ম নেই; সেই প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। তিনি বলেন; সন্ত্রাসের ধর্ম নেই; কিন্তু সন্ত্রাসবাদীর অবশ্যই ধর্ম রয়েছে। ইসলাম; হিন্দু; খ্রিস্টান; ইহুদী ইত্যাদি সকল ধর্মের সন্ত্রাসবাদী রয়েছে বলে জানান তিনি।
২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম; সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি; আর জামিন পেয়েই বিজেপিতে যোগ দিয়ে ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ভোটে দাঁড়িয়েছেন।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার
সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।
১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস; ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত; বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচন এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
আরও পড়ুনঃ মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ
চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে; ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস।