চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে দুই শতাধিক মাংসের দোকান জোর করে বন্ধ করার অভিযোগ উঠলো হিন্দু সেনার বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের এই ঘটনা সম্পর্কে পুলিশ নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ কংগ্রেসকে ভোট দিয়ে মুসলিম ভোট ভাগ না করার আবেদন মায়াবতীর
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাকেশ ও প্রমোদ সিং নামের দুই ব্যক্তির নেতৃত্বে আরও বেশ কিছু লোক জড়ো হয়ে মাংসের দোকান গুলো জোর করে বন্ধ করে দিতে থাকে, সাথে সাথে তারা দোকানের মালিকদেরও হুমকি দিতে থাকে।
আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর
এই ঘটিনায় প্রমোদ, রাকেশ সহ ৪০ জন হিন্দু সেনার বিরুদ্ধে দোকান মালিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার সুমের সিং জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা ব্যাটন, লোহার রড, হকি স্টিক নিয়ে ওই এলাকা টহল দিচ্ছিলো।
আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার
সূত্রের তরফে জানা গিয়েছে, ২০০ জনেরও বেশি হিন্দু সেনা সদস্য গুরুগ্রাম সংলগ্ন পালাম বিহার, ওম বিহার, বাদশাপুর ইত্যাদি বেশ কিছু এলাকায় সারাদিন টহলদারি করে দুই শতাধিক মাংসের দোকান বন্ধ করে দেয়।
আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে
হিন্দু সেনা প্রধান ঋতু রাজ জানিয়েছে, চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে উৎসবের দিন গুলোতে তাদের এই টহলদারি জারি থাকবে। তাদের মনে, নবরাত্রির সময়ে মাংসের দোকান খোলা রাখলে তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে, তাই তারা এই পদক্ষেপ নিচ্ছেন।
আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।