তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

382
তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা/The News বাংলা
তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা/The News বাংলা

মধ্যযুগীয় প্রথা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সবচেয়ে বড় কথা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রথাটি অমানবিক; তাই তিন তালাক বিরোধী আইন পাস করে তিন তালাকের অপসারণে বদ্ধ পরিকর মোদী সরকার। কিন্তু মুসলিম মহিলাদের একাংশই এই প্রথার অপসারণ চাইছেন না।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

সম্প্রতি সরকারের তিন তালাক অপসারণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেওবন্দের মুসলিম মহিলারাই। তাদের বক্তব্য, ধর্মীয় রীতিনীতি ও প্রথা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। অতএব, এক্ষেত্রে সরকার নাক গলাতে পারে না।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

তাদের আরও বক্তব্য, কোরানের ব্যাখ্যা ভুল হতে পারে না, কোরান বিজ্ঞানসম্মত ভাবে মানুষের হিতার্থে লাগে, সেভাবেই তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

উল্লেখ্য, দেওবন্দের মওলানাদের আদেশ ভারতের মুসলিম সমাজ গুরুত্ব সহকারে পালন করে। এর আগেও তারা তিন তালাক বন্ধের বিরোধিতা করেছিল। তাদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকার তিন তালাক বন্ধের মাধ্যমে মুসলিম সমাজকে ভাগ করতে চাইছে, যাতে ভোটের সময় সরকার নিজেদের লাভ তুলতে পারে। আর এবার মওলানাদের সাথে সুরে সুর মেলালেন মুসলিম মহিলারা।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

তিন তালাক বন্ধের পরিবর্তে মুসলিম মহিলারা দাবি করছেন, তিন তালাক বন্ধ না করে সরকার বরং তাদের শিক্ষা দীক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থানের দিকে নজর দিক।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন