ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

512
ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম/The News বাংলা
ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম/The News বাংলা

মধ্যপ্রদেশে ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘোরাতে হল গোটা গ্রাম। আর এই ঘটনায় উত্তাল গোটা দেশ। ভোটের সময় এটাকেই ইস্যু করেছে বিজেপি। তরজা শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে।

ভিন্ন জাতে বিয়ে করায় যুগলকে চরম শাস্তি দিল গ্রামের মাতব্বরেরা। শাস্তি হিসেবে স্বামীকে স্ত্রীর কাঁধে তুলে ঘোরাতে হল গোটা গ্রাম। আর তাতে নিস্পৃহ থাকলেন এই দৃশ্য উপভোগ করা ভারতের জনগন। এমনই একটি ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম/The News বাংলা
ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম/The News বাংলা

মধ্যপ্রদেশের দেবীগড়ে ঘটেছে এই ঘটনা। ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করেছিল ২০ বছর বয়সের এক তরুণী। তাতেই গুরুতর অপরাধ দেখেছেন গ্রামের মাতব্বররা। অগত্যা, শান্তির নিদান ২০ বছরের বিবাহিতা তরুণীকে।

আরও পড়ুনঃ বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বহু

ভিডিওতে দেখা যাচ্ছে, তীব্র গরমে চড়া রোদে স্বামীকে কাঁধে তুলে হাঁটছেন বছর কুড়ির যুবতী। বাইরে থেকে দেখে প্রাথমিকভাবে মনে হতে পারে, অসুস্থ স্বামীকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন স্ত্রী। কিন্তু পারিপার্শ্বিক চিত্র দেখলে ব্যাপারটি পরিষ্কার হয়।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

স্বামীকে কোলে তুলে নিতে যথেষ্ট কষ্ট হচ্ছে তরুনীর। কিন্তু তিনি থামতে পারছেন না। ভাঙা ভাঙা পায়ে স্বামীকে কোলে তুলে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। থেমে গেলেই গালিগালাজ ও হুমকি ভেসে আসছে আশেপাশে থাকা ব্যক্তিদের মুখ থেকে। কিন্তু কেউই তরুণীর কষ্ট বুঝছেন না। স্থানিয় মানুষ সবটাই সহাস্যে উপভোগ করছেন ঘটনাটি।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

ভিডিও সামনে আসতেই ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। মধ্যপ্রদেশের ঝাবুয়া থানার এসপি জানিয়েছেন, ওই ভিডিওতে দেখা সমস্ত অভিযুক্তের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় এখনো অবধি দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

২০১৯ সালে এসেও এই ধরণের মাতব্বরি যে ভারতে আকছার ঘটে, এই ঘটনায় এটাই প্রমাণিত। দেশের বেশ কিছু রাজ্য এখনও যে কুসংস্কারের অন্ধকারে তলিয়ে আছে তা বলাই যায়।

আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।