নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

560
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা

অবাক কান্ড। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজেদের অবস্থান সম্পূর্ণ পাল্টে ফেলল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ। এতদিনের এত বিক্ষোভ আন্দোলনের পর শীর্ষ আদালতে শবরীমালা বোর্ড জানিয়ে দিল যে মন্দিরের গর্ভগৃহে সব বয়সের মহিলাদের ঢুকতে দিতে তাদের কোনও আপত্তি নেই। তারা মেনে নিচ্ছে দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্ত। আর রাজনৈতিক মহলের পাশাপাশি এতেই অবাক গোটা দেশ।

আরও পড়ুনঃ মন্দিরে ঢোকার অপরাধে শ্বশুরবাড়ি থেকে তাড়ানো হল দুর্গাকে

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মান্য করা হবে বলেই জানিয়ে দিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ। ১৮০ ডিগ্রী ঘুরে শীর্ষ আদালতের রায় ভবিষ্যতে মেনে চলবে বলেই বুধবার আদালতে জানিয়েছে তারা। যদিও মন্দিরে নারীদের ঢোকার রায় পুর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে ৬০-টিরও বেশি আবেদন জমা পড়েছে। বুধবার সেই নিয়েই সুপ্রিম কোর্টে শুনানি চলছিল।

আরও পড়ুনঃ ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা

দীর্ঘ শুনানির পর শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ অবাধ করে দেয় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত ঘোষণা করে মন্দির হল জনগনের সম্পত্তি। সেখানে যদি একজন পুরুষের প্রবেশাধিকার থাকে তাহলে একইভাবে মহিলাদেরও প্রবেশাধিকার থাকবে। কেরলের শবরীমালার ভগবান আয়াপ্পা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এর আগে কেরলের শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলারা প্রবেশ করতে পারতেন না।

আরও পড়ুনঃ মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

তামিলনাড়ুর শবরীমালা মন্দিরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবেশাধিকার পান ঋতুমতী বয়সের মহিলারাও। কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় মন্দির কর্তৃপক্ষ এবং গোঁড়া ভক্তরা। ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলারা সেখানে ঢুকলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে জানিয়ে দেয় অনেকেই। আদালতের রায়ের পরও মহিলাদের মন্দিরে প্রবেশে বাধাও দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা

এমনকি বিন্দু ও কনকদুর্গা নামে দুই মহিলা মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছে গেলে বেশ কিছুক্ষণ মন্দির বন্ধ রেখে তার ‘শুদ্ধিকরণ’ করেন প্রধান পুরোহিত। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য একের পর এক আবেদন জমা পরে আদালতে। এর জন্য মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে গড়া হয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির দায়িত্বে এই ডিভিশন বেঞ্চে আছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আর এফ নারিম্যান, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ইন্দু মালহোত্রা এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ।

আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের জমা পড়েছে ৬০টি আবেদন। প্রতিদিনই জমা পরছে নতুন নতুন আবেদন। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই বুধবার নিজেদের নতুন অবস্থান জানিয়ে দেয় মন্দির কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের পরই দেশ জুড়ে উঠেছে আলোড়ন। হঠাৎ করে কেন নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি
আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন