শান্তি ফেরাতে বৃহস্পতিবার ভাটপাড়া যাচ্ছেন বাঙলার বুদ্ধিজীবিরা

448
শান্তি ফেরাতে ভাটপাড়া যাচ্ছেন বাঙালি বুদ্ধিজীবিরা/The News বাংলা
শান্তি ফেরাতে ভাটপাড়া যাচ্ছেন বাঙালি বুদ্ধিজীবিরা/The News বাংলা

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; এবার মাঠে নামছেন বুদ্ধিজীবিরা। বৃহস্পতিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা যাবেন ভাটপাড়ায়। দুপুর আড়াইটে নাগাদ; তাঁদের ভাটপাড়ায় পৌছনোর কথা। ভাটপাড়ায় মিছিলের পর; তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

অশান্ত ভাটপাড়ায় শান্তি ফেরাতে; একে একে এগিয়ে আসছে সবাই। বামেদের পর এবার এগিয়ে এল সমাজের বুদ্ধিজীবিরা। মিছিলের প্রথম শ্রেনীতে চন্দন সেন; অপর্ণা সেন; কৌশিক সেন সহ আরও অনেকে থাকবেন বলে জানা যাচ্ছে। এরপর তাঁরা যেতে পারেন ব্যারাকপুর কমিশনারেটেও।

আরও পড়ুনঃ অসমে আবার এনআরসি-এর খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ

শান্তি ফেরানোর এই আন্দোলনকে; সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ। অবিলম্বে দোষীদের গ্রেফতারেরও দাবী করেন তিনি। বৃহস্পতিবার বুদ্ধিজীবিরা সাধারন মানুষের সাথে কথা বলবেন বলে জানান। প্রাথমিক কথাবার্তায় মূল সমস্যার সমাধানের চেষ্টা করবেন তাঁরা। এরপর স্মারকলিপি দেবার জন্য; তাঁরা কমিশনারেটে যাবেন সাড়ে চারটের সময়।

আরও পড়ুনঃ ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও’ব্রায়ান

ভাটপাড়ার পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। কেবল ভাটপাড়া নয়; সারা রাজ্যের শান্তি নিয়ে মাথায় হাত মুখ্যমন্ত্রীর। বুধবার রাজ্যে শান্তি ফেরাতে; বিজেপির বিরুদ্ধে এক জোটের জন্য; বাম ও কংগ্রেসকে আহ্বান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

মঙ্গলবার পুলিশি ঘোষণার পর দোকানপাট খুললেও এখনও ১৪৪ ধারা চলছে ভাটপাড়া ও জগদ্দল থানা এলাকায়। এর আগেও ভাটপাড়ায়; বাম ও কংগ্রেসের শান্তি মিছিল হয়েছে। মিছিলে হাজির ছিলেন প্রথম শ্রেণির নেতারা। পতাকা ছাড়াই ওইদিন মিছিল করেন তাঁরা।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

কিন্তু ভাটপাড়া পুরসভার সামনেই; শান্তি মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলের উপর হামলা হলে; উত্তেজনা আরও বাড়তে পারে বলে দাবী করেন পুলিশ কমিশনার। বাড়তি উত্তেজনা আটকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয় কমিশনের তরফ থেকে। বৃহস্পতিবারের মিছিলে কি হয়; সেটাই এখন দেখার।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন