বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উন্মাদের মত গুলি বৃষ্টি, মৃত এক, জখম দুই

638
বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উন্মাদের মত গুলি বৃষ্টি, মৃত এক, জখম দুই/The News বাংলা
বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উন্মাদের মত গুলি বৃষ্টি, মৃত এক, জখম দুই/The News বাংলা

লোকসভা ভোটের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। ফের বিতর্কে বাংলায় কেন্দ্রীয় বাহিনী। এবার অস্থায়ী ক্যাম্পে চলল গুলির বৃষ্টি। ঘটনা বাগনানের জ্যোতির্ময়ী উচ্চ বিদ্যালয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় র‍্যাফ।

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উন্মাদের মত গুলি বৃষ্টি; মৃত এক। বাগনানের জ্যোতির্ময়ী উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত জওয়ানের নাম লক্ষ্মীকান্ত বর্মণ। গুলিতে নিহত এএসআই ভোলানাথ দাস। গুলি লেগে গুরুতর আহত আরও দুই নিরাপত্তা কর্মী।

আরও পড়ুনঃ ৪০ জন বিধায়কের ১ জনের নাম বলুন, ভাটপাড়ায় মোদীকে ওপেন চ্যালেঞ্জ মমতার

জানা গেছে; বাগনানের বঙ্গলপুরে আসাম রাইফেলস এর এক জওয়ান ছুটি না পেয়ে ২ সহকর্মীর ২ টি ইনসাস রাইফেল নিয়ে তাণ্ডব শুরু করে। ১৮ রাউন্ড গুলি চালায় অভিযুক্ত জওয়ান লক্ষ্মীকান্ত বর্মণ। একজন এএসআই ঘটনাস্থলেই মারা গিয়েছেন। গুলি লেগে দুজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত। তাদের কলকাতা পাঠানো হয়েছে।

গুলি বৃষ্টিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্থায়ী থাকার ক্যাম্পে নিজের অস্ত্র থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ওই আধাসেনা। পরে আরও দুই সহকর্মীর ইনসাস রাইফেল কেড়ে নিয়ে রীতিমত তাণ্ডব শুরু করে ওই স্কুলে অস্থায়ী ক্যাম্পে। ছুটে গেছেন এক অতিরিক্ত পুলিশ সুপার। কি কারণে ক্যাম্পে গুলি চলল; জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ পঞ্চম দফার ভোটে নির্বাচন কমিশনের চিন্তার ও মাথাব্যাথার কারণ বাংলার কোন লোকসভা

অসম রাইফেলস এর ক্যাম্পে এই ঘটনা ঘটেছে বলেই জানা গেছে। গুলি চলার রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। ছুটি না পাওয়া নিয়েই এই ঘটনা কিনা তাও দেখা হচ্ছে। তবে স্কুলের মধ্যে মুহুর্মুহু গুলির ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়ে এলাকায়। বাগনানের বঙ্গলপুরে জ্যোতির্ময়ী উচ্চ বিদ্যালয়ের আশেপাশে থাকা সাধারণ মানুষ এখনও আতঙ্কিত।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন