ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

596
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা

The News বাংলাঃ ভয়ংকর ভূমিকম্প আর তার আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ। আর এর জেরেই জ্বলছে ইতালির কাতানিয়া শহর। চোখের সামনে পুড়ছে আস্ত একটা সাজানো গোছানো শহর। কাঁপিয়ে দিয়েছে পুরো পূর্ব সিসিলি উপত্যকাকে।

আরও পড়ুনঃ ১৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা

ইতালির সিসিলি দ্বীপে আঘাত হেনেছে একটি শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক এক। বুধবার(২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ১৯মিনিটে দ্বীপটির কাতানিয়া শহর থেকেও এর কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) এই তথ্য এর বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা

জানা গেছে, ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির খুব কাছেই সেই দ্বীপটির অবস্থান। গত সোমবার (২৪ ডিসেম্বর) থেকে কয়েক দফা কম্পনের ফলে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের শুরু হয়। ভূমিকম্পের আঘাতেই এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ শুরু হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

পরে বুধবার এই অগ্ন্যুৎপাতের ফলে আচমকা কেঁপে ওঠে পুরো কাতানিয়া শহর। মূলত এতেই কুড়িজন আহত হয়েছেন। এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সান্টা ভেনেরিনা দ্বীপে একটি চার্চের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

উদ্ধারকারীদের মতে, আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত সব লোকজনকেই খুব দ্রুত সেই এলাকা থেকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরটির বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা
ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর/The News বাংলা

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

উল্লেখ্য, আক্রান্ত এলাকাটিতে প্রায় তিন লাখের বেশি লোকের বসবাস। ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে ইতিমধ্যেই চারদিকে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পুড়ে ছাই হওয়ার পথে আশেপাশের সব গ্রাম। সমস্ত মানুষদের সরিয়ে নেওয়া হলেও পুড়ে মরছে হাজার হাজার গবাদি পশু।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

বড়দিনের ঠিক আগেই লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি ফেটে সমুদ্রে তলিয়ে যাবার প্রভাবে, ভয়ংকর সুনামি আছড়ে পরে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটের সৈকতগুলিতে। মারা যান প্রায় ৫০০ মানুষ। তারপর এবার জেগে উঠল ইতালির এটনা আগ্নেয়গিরি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পরছে পৃথিবীতে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন