ভোটের ফল দেখেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ

1625
বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ/The News বাংলা
বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ/The News বাংলা

রাত পোহালেই ভোটের মহাযুদ্ধের ফলাফল। সিংহাসনে বসবে কে; এনডিএ নাকি ইউপিএ তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। ইতিমধ্যেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় মসনদে ফিরতে চলেছে।

এদিকে বাংলায় এক ধাক্কায় গতবারের কয়েক গুন আসন বাড়িয়ে নেবে বিজেপি; এমনই সম্ভাবনা উঠে এসেছে সমীক্ষায়; সমীক্ষার ফল বেরোতেই রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শিবির বদলে পদ্ম শিবিরে নাম লেখানোর জল্পনা উঠে আসছে।

আরও পড়ুন সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রের খবর; বুথ ফেরত সমীক্ষার ফলাফল বের হতেই রাজ্যে পালাবদলের ইঙ্গিত পেয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দুই তৃণমূল সাংসদ। যদিও কোন দুই তৃণমূল সাংসদ যোগ দিতে চলেছেন; তা জানা যায়নি। ভোটের ফলাফল বের হলেই; তারা বিজেপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এর আগে বহুবার রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায় দাবি করেছেন; প্রায় ১০০ জন তৃণমূল বিধায়ক তাত সাথে যোগাযোগ রেখে চলেছে। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই দাবি করেন। ভোটের ফলাফল বের হলেই তৃণমূল দল ভেঙে পড়বে বলে অনেকবার দাবি করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

১৯শে মে ভোট শেষ হতেই একাধিক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে। তাতে দেখা যায়; রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি অন্তত ১১ থেকে সর্বাধিক ২৩ টি আসন পেতে পারে; এমনকি ভোটের শতাংশে তৃণমূল কংগ্রেসের সাথে জোর টক্কর চলবে বলে সমস্ত সমীক্ষায় আভাস মিলেছে। এর ফলে তৃণমূল নেতাদের দলত্যাগের সম্ভাবনা আরও বেড়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন