অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে

464
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

অমিত শাহের সভার পরেই কাঁথি কেন রণক্ষেত্র হয়ে উঠল? রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নবান্নে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহের সভার পর বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে হিংসার পরেও লোকসভা ভোটে কম কেন্দ্রীয় বাহিনী বাংলায়

“লোকসভা ভোটের গননা শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ হয়ে যাবে”, ঠিক এই ভাষাতেই মঙ্গলবার কাঁথি স্টেশন সংলগ্ন মাঠের জনসভায় বক্তব্য রাখলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বাংলা একসময় দেশকে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই সোনার বাংলা আজ কোথায় হারিয়ে গিয়েছে? প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুনঃ মমতার স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের এক রোহিঙ্গার

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

অমিত শাহ আরও বলেন, “সারা দেশের মানুষ এখন সোনার বাংলা দেখতে চা‌ইছে। ২০১৯ সালের নির্বাচন বাংলার জন্য সোনার বাংলা তৈরির ভোট। কোনও রাজনৈতিক দলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। বাংলার জনতার সঙ্গে আমরা মিলতে চাইলেও ওরা বাধা দিচ্ছে। কান খুলে শুনে রাখুন, যত বাধা দেবেন ততই বিজেপি কর্মীরা আরও বেশি করে মানুষের বাড়ি পৌঁছ যাবে। কেউ রুখতে পারবে না”।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

অমিত শাহ বলেন, “বাংলার জনতা পরিবর্তন চাইছে। ভারতীয় জনতা পার্টির ৬৫জনের বেশি কর্মীদের বাংলায় হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হচ্ছে? কি দোষ? সিন্ডিকেট, দুর্নীতি, পরিবারতন্ত্র, বোম ধামাকা, অরাজগতার বিরোধ করায় খুন হতে হচ্ছে। কতদিন করবেন? শুনে রাখুন দিদি, মে মাসের শেষে লোকসভার গণনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ এবার নরেন্দ্র মোদীর সঙ্গে যাওয়ার পরিকল্পনা তৈরি করে বসে আছে”।

আরও পড়ুনঃ আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর

অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা
অমিত শাহের সভার পর কাঁথি রণক্ষেত্র, রাজনাথের ফোন মমতাকে/The News বাংলা

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

এদিকে অমিত শাহের সভার পরই গোটা এলাকা জুড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকদের আসা বাসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। অভিযোগ, পুড়িয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের অনেক বাইক। বিজেপিরা একটি তৃণমূলের অফিসে ভাঙচুর চালিয়েছে, পাল্টা অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

রাস্তায় বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালান হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রণক্ষেত্রের চেহারা নেয় অমিত শাহের সভাস্থল। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনায় দু তরফেরই বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর নিতেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানা গেছে।

নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান ঠিক কী হয়েছিল কাঁথিতে। তার উত্তরে এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনার লোক পার্টি অফিস ভেঙেছে, গাড়ি জ্বালিয়েছে, সভায় আপনাদের নেতারা মানুষকে প্ররোচনা দিচ্ছে। অশান্ত করে তোলা হচ্ছে বাংলাকে। এসব কি হচ্ছে?” স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিজেপি নেতাদের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

কাঠফাটা রোদে পড়ুয়াদের অসুস্থ করে ছায়ায় বসে রেকর্ড গড়ার নেশা মন্ত্রীর

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

Exclusive কংগ্রেস ছেড়ে মমতার হাত ধরলেন মৌসম বেনজির নূর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন