The News বাংলা,শিলিগুড়িঃ এক আবাসিক স্কুলের তিন ছাত্রের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে বাগডোগরার রানীডাঙা অঞ্চলে। তদন্ত শুরু করেছে পুলিশ।
নিখোঁজ ছাত্ররা হলো ইন্দ্রনীল ঘোষ, রুদ্রনীল সরকার ও তনুজ সিংহ। নিখোঁজ ছাত্রদের মধ্যে এক জনের বাড়ি শিলিগুড়িতে, বাকি দু’জনের বাড়ি শিলিগুড়ির বাইরে অন্য জেলায়। তিনজন ছাত্রই ওই রেসিডেন্সিয়াল স্কুলে থেকেই পড়াশোনা করত। হঠাৎই শুক্রবার থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের এই হঠাৎ নিখোঁজকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
আরও পড়ুনঃ কালিম্পং-এ মাঝ আকাশে প্যারাগ্লাইডিং ভেঙে দুর্ঘটনায় মৃত্যু
জানা গেছে, নিখোঁজ ইন্দ্রনীল ঘোষের বাড়ি কিসানগঞ্জে, রুদ্রনীল সরকারের বাড়ি শান্তিপাড়া বিধাননগর, দার্জিলিং জেলায় ও তনুজ সিংহ উত্তর দিনাজপুরের বাসিন্দা। তিন কিশোরই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ পরিবারের সদস্য বলে জানা গেছে।
সুত্রের খবর, শুক্রবার স্কুলের হস্টেল থেকেই স্কুল কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে নিখোঁজ হয়ে যায় ওই তিন ছাত্র। কি করে, কেন এই ঘটনা ঘটল, তা নিয়েই ধোঁয়াশা। ওই রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষ এখনই অবশ্য বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চান না।
আরও পড়ুনঃ জাতীয় সড়ক তৈরির কাজ বন্ধ রেখেই বেপাত্তা ভারপ্রাপ্ত এজেন্সি
তবুও তারা ছাত্রদের পরিবারদের খবর দিয়ে তাদের অভিভাবকদের ডেকে নিয়েছে। সন্তানদের নিখোঁজের খবর পেয়ে শিলিগুড়ি ছুটে এসেছেন কিশোরদের পরিবারের লোকজন। এরপর স্কুলে এসে সমস্ত বিষয়টা জানার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ কলগার্লের বিজ্ঞাপনের আড়ালে মানুষ লুঠের ব্যবসা
ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এই ঘটনার পেছনে অপহরণের মতো কোনো ঘটনা জড়িয়ে রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
কোথায় গেলো ওই ছাত্ররা? কোন উত্তরই নেই স্কুল কর্তৃপক্ষ এর কাছে। শিলিগুড়ি লাগোয়া রানীডাঙ্গার ওই রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে কোন রকম মন্তব্য করতে চাননি। ঘটনার তদন্তে পুলিশ।