নিজেদের অফিসে সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার

471
সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা
সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা

নিজেদের নিউজরুমে বন্দুকধারীর গুলিতে ৫ কর্মীর নিহতের সংবাদ প্রকাশ করে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় দৈনিক পত্রিকা ক্যাপিটাল গেজেট। আমেরিকার জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরস্কার ঘোষণা করে পুলিৎজার বোর্ড। দ্যা ক্যাপিটাল গেজেট এবার সবার নজর কেড়ে নিয়েছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

সাংবাদিকতার সম্মানজনক এই পুরস্কার জানার পরও কোন ধরণের আনন্দ উৎসবের আয়োজন করেনি ক্যাপিটাল গেজেট। ২০১৮ সালের জুনে মেরিল্যান্ডের ক্যাপিটাল গেজেট দফতরে বন্দুকধারীদের হামলায় পাঁচ কর্মী প্রাণ হারায়। সেই খবর প্রকাশের কারণে পুরস্কৃত হওয়ার খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে হারানো সহকর্মীদের স্মরণ করেন। অনেকেই চোখের জল চাপতে পারেন নি।

সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা
সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা

আমেরিকায় সাংবাদিকদের ওপর হামলার সবচেয়ে বড় এই ঘটনা ক্যাপিটাল গেজেটের প্রথম পাতায় ছবিসহ প্রকাশের জন্য সাহসী প্রতিবেদন ক্যাটাগরিতে পত্রিকাটিকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থ হিসেবে ১ লাখ ডলার পাবে পত্রিকাটি।

আরও পড়ুনঃ ন্যাটো সহযোগীদের সমান মর্যাদা পাবে ভারত, সেনার হাতে আসবে আধুনিক অস্ত্র

গত বছরের ২৮ জুন আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী আন্নাপলিতে অবস্থিত ‘ক্যাপিটাল গেজেট’ পত্রিকা অফিসে অস্ত্রসহ প্রবেশ করে জ্যারড ওয়ারেন রামোস (৩৮) নামে এক ব্যক্তি। বন্দুকধারী পত্রিকা অফিসের পেছনের গেট বন্ধ করে দেয় এবং পত্রিকা অফিসের বার্তাকক্ষে শটগান থেকে নির্বিচারে গুলি চালায়।

আরও পড়ুনঃ ভোট বাজারে ফের খবরের শীর্ষে অনিল আম্বানি ও ফ্রান্সের রাফাল চুক্তি

নিউজ রুমে ভয়াবহ ওই হামলায় পত্রিকার কমিউনিটি সম্পাদক ওয়েন্ডি উইন্টারস, প্রবন্ধকার রবার্ট হাইসেন, সম্পাদকীয় লেখক জেরাল্ড ফিসম্যান, রিপোর্টার ও সম্পাদক জন ম্যাকনামারা ও বিক্রয় সহকারী রেবেকা স্মিথ নিহত হন।

সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা
সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা

কিন্তু ভয়াবহ এই হামলার পরও পরদিন অফিসটির কর্মীরা যথাযথ নিয়মে পত্রিকা প্রকাশ করেছিল এবং পাঁচ সহকর্মী হারানোর সংবাদটি ফলাও করে প্রকাশ করেছিল। এই অদম্য জেদ ও সাহসিকতার জন্যই সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছে তারা।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

বন্দুকবাজ হামলার ঘটনা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় আরও দুটি পত্রিকা এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে। এর একটি হলো, পির্টাসবাগ পোস্ট গেজেট। গত বছরের অক্টোবরে পেনসিলভেনিয়ায় বন্দুকধারীদের হামলার ঘটনা প্রকাশ করায় ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে এই পুরস্কার পায় পত্রিকাটি। ওই হামলায় ১১ জন মারা যায়।

আরও পড়ুনঃ বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বহু

অন্যটি হলো, সাউথ ফ্লোরিডা সান সেনটিনেল। গত বছরের ফেব্রুয়ারিতে একটি স্কুলে হামলার ঘটনার সংবাদ প্রকাশ করায় পুলিৎজার পেয়েছে পত্রিকাটি। ওই হামরায় ১৭ জন মারা যায়। জনসেবা ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে সান সেনটিনেল।

সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা
সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার/The News বাংলা

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ফাঁকি ও অর্থসংক্রান্ত বিষয় নিয়ে ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করায় এবং একটি সম্পাদকীয় লেখার জন্য দুটি পুলিৎজার পেয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় সম্পর্ক ছিল এমন দুই নারীর মুখ বন্ধ করতে অর্থ দেয়া হয়েছিল এমন গোপন সংবাদ প্রকাশের কারণে জাতীয় ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে ওয়াল স্টিট জার্নাল পত্রিকা।

আরও পড়ুনঃ আমিরশাহি ও কোরিয়ার পর রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী

এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়সন্ধানী মধ্য আমেরিকার অভিবাসীদের দুরবস্থা উন্মোচন করে দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর ট্রাম্পের কর ফাঁকি দেওয়া এবং ব্রেন্ট স্টেপ্লসের লেখা সম্পাদকীয়র জন্য পুরস্কার জিতেছে দ্য নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

আর ইয়েমেনের একটি ছবি প্রকাশ এবং সমালোচনা এবং পর্যালোচনা এবং নিবন্ধ ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। তবে সবার নজর কেড়ে নিয়েছে ক্যাপিটাল গেজেট।

আরও পড়ুনঃ চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন রাহুল
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন