কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে বাংলায় শেষ দফার ভোট, রাজ্য পুলিশে ভরসা শেষ

625
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে বাংলায় শেষ দফার ভোট, রাজ্য পুলিশে ভরসা শেষ/The News বাংলা
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে বাংলায় শেষ দফার ভোট, রাজ্য পুলিশে ভরসা শেষ/The News বাংলা

রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ১৯মে সপ্তম দফায় ভোটগ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর লোকসভা আসনে। কড়া নিরাপত্তায় মুড়ে ভোট হবে শেষ দফায়।

রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গেই দার্জিলিং, ইসলামপুর, হবিবপুর, কান্দি, নওদা এবং ভাটপাড়ায় উপনির্বাচন হবে। মুর্শিদাবাদের কান্দি ও নওদা বিধানসভা কেন্দ্রে নির্বাচন ভোট ২০ মে। এই দুটি কেন্দ্র বাদ দিয়ে; বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১৯ মে।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটে; ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এর মধ্যে ৩৪ কোম্পানি; কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রং রুমে। শুধু কলকাতাতেই ১৪৭ কোম্পানি বাহিনী থাকছে। ১০০ শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। একনজরে কোথায় কত বাহিনী থাকছে; দেখে নিন

আরও পড়ুনঃ বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে বিশেষ তদন্ত দল গঠন মমতার

কলকাতা ১৪৭ কোম্পানি; বারাসাত ৫৫ কম্পানি; ব্যারাকপুর ৪৮ কোম্পানি; বারুইপুর ১০২ কোম্পানি; বসিরহাট ৭১ কোম্পানি; বিধাননগর ২৭ কোম্পানি; ডায়মন্ডহারবার ৮১ কোম্পানি; সুন্দরবন ৮০ কোম্পানি; ভাটপাড়া ৬ কোম্পানি; দার্জিলিং ১৬ কোম্পানি; মালদা ১১ কোম্পানি; হবিবপুর ১০ কোম্পানি ও মুর্শিদাবাদ ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; থাকছে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ পুলিশি গাফিলতিতে দেড় মাস ধরে অকেজো বিদ্যাসাগর কলেজের সিসিটিভি

একনজরে নন সিপিএফ মেজার থাকবে এইরকম, দমদম ৯৯০; বারাসাত ১০২৯; বসিরহাট ৯৪৩; জয়নগর ১২৩০; মথুরাপুর ১২৪০; ডায়মন্ডহারবার ১২৭৫; যাদবপুর ১৪১০; কলকাতা দক্ষিণ ১১৮১; কলকাতা উত্তর ৯৩৪। আর মোট কুইক রেসপন্স টিম থাকবে ৪৪৪টি।

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন

একনজরে বুথের সংখ্যা জেনে নিন, দমদম ১৭৬১; বারাসাত ১৯১৫; বসিরহাট ১৮৬১; জয়নগর ১৮১০; মথুরাপুর ১৮৪৮; ডায়মন্ডহারবার ১০১২; যাদবপুর ২০৪২; কলকাতা দক্ষিণ ২০৩১; কলকাতা উত্তর ১৮৬২। এদিকে শেষ দফার ভোটে মোট ভোটার সংখ্যা ১,৪৯,৬৩,০৬৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে; ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের পাশাপাশি; বিধানসভা উপ নির্বাচনেও থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ভাটপাড়া ও দার্জিলিং বিধানসভা আসনের উপনির্বাচনে; কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন