ভোটের মরসুমে চাঙ্গা শেয়ার বাজার, ফের ৩৯ হাজার ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স

422
ভোটের মরসুমে চাঙ্গা শেয়ার বাজার, ফের ৩৯ হাজার ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স/The News বাংলা
ভোটের মরসুমে চাঙ্গা শেয়ার বাজার, ফের ৩৯ হাজার ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স/The News বাংলা

ভোটের মরসুমে চাঙ্গা শেয়ার বাজার-ও। সোমবার ১ এপ্রিল ৩৯ হাজার ছুঁয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স। বুধবার আবারও সেনসেক্স লাফিয়ে ৩৯,২৬৬ ছুঁল। নিফটি গত সেপ্টেম্বরের পর ১১,৭০০ অঙ্কের উপর চলেফেরা করছে। বুধবার তা ১১,৭৬১ ছুঁল। ভোটের মুখে শেয়ার বাজারে এমন ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী

ভোটের মরসুমে চাঙ্গা শেয়ার বাজার। সোমবার ১ এপ্রিল ৩৯ হাজার ছোঁয় বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স। সোমবার সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ৩৫৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স ছুঁয়েছিল ৩৯,০২৮ অঙ্কে। এদিন সেটা আরও ২০০ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৩৯,২৬৬ পয়েন্টে।

ব্যাঙ্ক, রিয়েলএস্টেট, অটো, ভারী শিল্প ও তথ্য-প্রযুক্তির শেয়ার দর উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পায়। যদিও সোমবার দিনের শেষে কিছুটা কমে ৩৮৮৩৭ এ থামে সেনসেক্স। বুধবার দিনের শেষে সেটা দাড়ায় ৩৮৮৭৭ পয়েন্টে।

আরও পড়ুনঃ বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

এনএসডিএল-র তথ্য অনুযায়ী, মার্চ মাসে প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ হয়েছে। বাজারে যে নগদ টাকার সঙ্কট দেখা দিয়েছিল, তা নিয়ে সমস্যা সমাধানে কড়া পদক্ষেপ গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক। ঋণনীতিতে কেন্দ্রের ‘নরম মনোভাব’ থাকায় বিনিয়োগে বড় শিল্পপতিরা উত্সাহী হয়েছেন।

আরও পড়ুনঃ মমতাকে চাপে ফেলে ফের কেন্দ্রীয় কর্মীদের ডি এ বাড়াল মোদী সরকার

ফলে শেয়ার বাজারে বিনিয়োগে হিড়িক পড়ে বিদেশি বিনিয়োগকারীদেরও এমনটাই বিশেষজ্ঞ মহল মনে করছেন। ঘটনা যাইহোক ভোটের মুখে চাঙ্গা শেয়ার বাজার তথ্য এমনটাই বলছে।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিনিয়োগকারীরা বরাবরই স্থায়ী সরকারের পক্ষপাতী। ভোটের মুখে ফের মোদী ঝড় তুলতে সক্ষম হয়েছে বিজেপি। বালাকোট হামলা থেকে সফল এ-স্যাট পরীক্ষার ফায়দা নিতে কোনও ত্রুটি রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে মহাজোট সফলভাবে দানা না বাঁধায় ক্ষমতায় ফের মোদীকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সেই আঁচও পড়েছে শেয়ার বাজারে।

আরও পড়ুনঃ প্যান কার্ড আধার কার্ড লিংক করিয়েছেন, ৩১শে মার্চ ছিল শেষ দিন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন