ইংরেজদের টপকে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নয়া পালক ভারতের মুকুটে

239
ইংরেজদের টপকে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নয়া পালক ভারতের মুকুটে
ইংরেজদের টপকে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নয়া পালক ভারতের মুকুটে

ইংরেজদের টপকে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নয়া পালক ভারতের মুকুটে। ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে, উঠে এল ভারত। ২০২১ সালের শেষ ত্রৈমাসিকের হিসেব অনুযায়ীই, ব্রিটেনকে পিছনে ফেলে দেওয়া সম্ভব হয়েছে বলে মত ভাররতের অর্থনীতিবিদ-দের। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নিরিখেও, ব্রিটেনের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা থেকেই এই হিসেব মিলেছে।

বিগত অর্থমাসের শেষ ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের মূল্য এবং বেসিস অনুযায়ী, ভারতের অর্থনীতি ছিল ৮৫৪.৭ বিলিয়ন ডলারে। ব্রিটেনের ক্ষেত্রে এই অঙ্ক ছিল ৮১৬ বিলিয়ন ডলার। আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার, হতে পারে ৭ শতাংশের বেশি। এই মুহূর্তে আমেরিকা, চিন, জাপান এবং জার্মানির পরই, পঞ্চম স্থানে উঠে এসেছে ভারতীয় অর্থনীতি। একদশক আগে ভারত ছিল একাদশতম স্থানে, ব্রিটেন ছিল পঞ্চম স্থানে।

ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত
ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

অর্থনীতিবিদ-দের চমকে দিয়ে, অর্থনীতিতে বড় সাফল্যের মুখ দেখল দেশ। ব্রিটেনকে টপকে ভারত এখন উঠে এল, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেল ব্রিটেন। সে দেশে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ, এখন আকাশ ছুঁয়েছে। এই অবস্থায় অর্থনীতিতে ৫ থেকে ৬ নম্বরে নেমে যাওয়া, ব্রিটেনের কাছে অবশ্যই বড় ধাক্কা। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের শেষ তিন-মাসেই, ব্রিটেনকে কিস্তিমাত করে দিয়েছে ভারত।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন