রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বেসমেন্টে মেট্রো স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ প্লান ভারতের

371
Indian Students on Russia Ukraine Conflict
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বেসমেন্টে মেট্রো স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ প্লান ভারতের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধর মধ্যেই; ইউক্রেনের বেসমেন্টে, মেট্রো-স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা নিল ভারত। রুশ আক্রমণের পরই; ইউক্রেনে বেসমেন্টে, মেট্রো স্টেশনে আশ্রয় নেয় ভারতীয় পড়ুয়ারা। কিভাবে তাদের উদ্ধার করবে ভারত? এটাই ছিল বড় প্রশ্ন। আটকে পরা পড়ুয়াদের উদ্ধার করতে; বিশেষ প্লান নিল ভারত। রুশ হামলার মুখে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে; তৎপরতার সঙ্গে চলছে কাজ। আটকে পড়া ভারতীয়দের রোমানিয়া বা হাঙ্গেরি সীমান্তের দিকে; যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে; ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে মুহুর্মুহু আক্রমণ; গুলি-গোলা-ক্ষেপণাস্ত্র বর্ষণ। এরমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন সুমী শহর; রুশ সৈনিকদের দখলে চলে এসেছে। এরপর সেখানে আটকে পড়া প্রায় ৪০০ ভারতীয় ছাত্র; বেসমেন্টে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য; ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার। তাঁদের বেশিরভাগই সুমি স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া; বেসমেন্টে বসে আতঙ্কের প্রহর গুণছেন তাঁরা। ওই পড়ুয়ারা বলেছেন, বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে; ফলে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে আছেন; কিছু ভারতীয় ও ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে পরা সব ভারতিয়কেই; রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রোমানিয়া, হাঙ্গেরি সীমান্তের চেকপোস্টে; ভারতীয় কূটনীতিকরা রয়েছেন। আটকে পরা ভারতীয়দেরই; রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে; সীমান্তের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্র পায়ে হেঁটেই; পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে; ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে; জানিয়েছেন পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক। তিনি জানিয়েছেন; ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে তিনটি দল তৈরি হয়েছে; পোল্যান্ড সরকার সমস্তরকম সহযোগিতা করছে। ভারতীয়দের যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে; বার করে আনার জন্য কাজ করছে পোল্যান্ড।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পোঁছেছেন; ভারতীয় কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; ইউক্রেন বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে; দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন