আবার মেজাজ হারালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবার একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী টক শোয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে মঞ্চের মাইক্রোফোন দিয়ে মারার চেষ্টা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
আরও পড়ুনঃ সারদা দুর্নীতিতে রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে সিবিআই
অভিযোগ, শনিবার কোচবিহারের গুঞ্জ বাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিককে প্রশ্ন করেন, তিনি সরকারি চাকরি করা সত্বেও কি করে হলফনামায় একজন ব্যবসায়ী উল্লেখ করলেন।
আরও পড়ুনঃ রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন
এর পরেই নিশিথ প্রামাণিক তার উত্তরে জানান মন্ত্রীর পুত্রের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি নাকি বিদেশে নারী পাচারের সঙ্গে যুক্ত।
আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল
বিজেপি প্রার্থীর কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের সামনেই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের উপর কার্যত চড়াও হন রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চের সঞ্চালিকা তখন তৎপর হন রবীন্দ্রনাথ বাবুকে বোঝাতে। ততক্ষণে অনুষ্ঠান প্রায় পন্ড।
আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার
এরপর দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।