৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি

474
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

The News বাংলা, পাটনা: জোট বজায় রাখতেই হবে, না হলেই বিপদ। তাই ‘শরিক জোটে’ নমনীয় কেন্দ্রের শাসক দল বিজেপি। জোট শরিকদের দাবি মেনেই বিহারে লোকসভা জোট করল মোদীর বিজেপি। ৫ রাজ্যে ভোটে জোর ধাক্কা ও ৩ রাজ্যে ক্ষমতা হারানোই এর অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিহারে সমপরিমাণ আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। বিহারে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়বে ১৭টি আসনে। জোট সঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও লড়বে সমান সংখ্যক ১৭টি আসনে। বাকি ৬টি আসনে লড়বে রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি বা এলজেপি।

আরও পড়ুনঃ ‘কৃষি ঋণ মকুব’, মানুষ ও মিডিয়াকে চরম বোকা বানিয়ে ছলচাতুরী কংগ্রেসের

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

আরও পড়ুনঃ উগ্র হিন্দুত্ববাদী নিশানায় নাসিরউদ্দিন, নিন্দা বাংলার বুদ্ধিজীবীদের

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সমপরিমাণ আসন থেকে লড়াই করবে। আগেই দুই দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করে। রবিবার সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। সোমবার তিন দল একসঙ্গে মিলে এই কথা ঘোষণা করল। এই ঘোষণার ফলে কার্যত শেষ হল দীর্ঘ কয়েকমাস ধরে চলতে থাকা জল্পনা।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

অক্টোবরেই নয়াদিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিজেপি প্রধান অমিত শাহ এর একটি বৈঠকের পর ঠিক হয় বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়বে। মোট কটি আসন থেকে লড়বে দুই দল, তা পরে কয়েকদিনের মধ্যেই জানানো হবে, বলে বলেছিলেন দুই নেতাই।

আরও পড়ুনঃ ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

জেডিইউ গত লোকসভা নির্বাচনের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেলেও গত বছর ফের এই জোটের সঙ্গে হাত মিলিয়েছে তারা। এবার শুরু থেকেই জেডিইউ স্পষ্ট করে দিয়েছিল, আসন বন্টনের ক্ষেত্রে নিজেদের জোট শরিক বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তারা।

৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা
৫ রাজ্যে ভোট ধাক্কায় জোট শরিকদের সব দাবি মানছে মোদীর বিজেপি/The News বাংলা

একটা আসনও বেশি দেবে না তারা বিজেপিকে, তাও জানিয়ে দিয়েছিল জেডিইউ। পরিস্থিতি সামাল দিতে ও এনডিএ জোট ধরে রাখতে দুদলই ১৭টি করে আসনে লড়বে বলে ঘোষণা করে দিল।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

গতবারের লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দল জিতেছিল মাত্র ২টি আসনে। বিজেপি সেখানে জিতেছিল ২২টি আসন। তারপরেও বিজেপির মাত্র ১৭টি আসনে লড়াকে এককদম পিছিয়ে আসা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

অন্যদিকে রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি)কেও ৬টি আসন ছাড়তে হয়েছে বিহারে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে যে রফা হয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে সেই সমসংখ্যাক চাইছিল রামবিলাস পাসওয়ানের দল।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

পাশাপাশি এবার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও আসন দেবে লোক জনশক্তি পার্টি। রামবিলাস পাসওয়ানকে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হবে বলেই সিদ্ধান্ত হয়েছে এনডিএ-র সভায়।

৫ রাজ্যে বিধানসভায় গোহারা হার ও ৩ রাজ্যে ক্ষমতা হাতছাড়া হবার পরেই রাহুলের কংগ্রেসকে গুরুত্ব দিতে শুরু করেছে মোদী-অমিতের বিজেপি। এমনটাই মনে করা হচ্ছে। তাই যেন তেন প্রকারেন এনডিএ জোট ধরে রেখেই লোকসভা ভোটে যেতে চাইছে বিজেপি। আর তার জন্য যে কোনরকম শর্তেই আসন সমঝোতা করছে বিজেপি।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন