সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট

687
সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা
সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা

The News বাংলাঃ ৫ রাজ্যের মধ্যে একমাত্র মধ্যপ্রদেশে শেষ মুহূর্তের ফল গণনা ও মেলানো চলছে। বাকি ৪ রাজ্যে ফল ঘোষিত। কাজ দিল না মোদী মাজিক। তিন রাজ্যে হার বিজেপির। মিজোরাম হারালেও তিন রাজ্যে ভাল ফল কংগ্রেসের। ভোটের সেমিফাইনালে হার বিজেপির। তবে বিজেপির হারেও মহাজোটের সম্ভাবনা আশাপ্রদ নয়। তেলেঙ্গনায় মুখ থুবড়ে পড়েছে ২১ দলের মহাজোট।

আরও পড়ুনঃ Result Live: মোদীকে হারালেন রাহুল, ৫ রাজ্যেই ধরাশায়ী বিজেপি

সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা
সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা

দেখে নিন ৫ রাজ্যে ভোটের ফলাফল একনজরে। কে কোথায় কত আসনে জিতল। সব ফল হাতের মুঠোয়।

১। মধ্যপ্রদেশঃ মোট আসন ২৩০ / হাড্ডাহাড্ডি লড়াই মধ্যপ্রদেশে। বলা যায় একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কে জিতবে? কে গড়বে সরকার? রাত ৯ টাতেও পরিষ্কার নয়। সারাদিন কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস, কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি। সরকার গঠনে ম্যাজিক ফিগার ১১৬। রাতে শেষ মুহূর্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে রাহুলের কংগ্রেস। ‘দাম’ বাড়বে নির্দলদের।

কে কটি আসনে জিতেছে
বিজেপি/জোটঃ ১০৯
কংগ্রেস/জোটঃ ১১৪
অন্যান্যঃ ০৭

আরও পড়ুনঃ ৫ টি প্রধান কারনে ৫ রাজ্যে হার মোদীর বিজেপির

২। রাজস্থানঃ মোট আসন ১৯৯ / ধরাশায়ী বিজেপি। জিতল রাহুল ব্রিগেড। সরকার গড়বে কংগ্রেস। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ১০০। কংগ্রেসের ঝুলিতে ঠিক ১০০।

কে কটি আসনে জিতেছে
বিজেপি/জোটঃ ৭৩
কংগ্রেস/জোটঃ ৯৯
অন্যান্যঃ ২৭

আরও পড়ুনঃ লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম

৩। তেলেঙ্গনাঃ মোট আসন ১১৯ / ফের সরকার গড়বে টিআরএস বা তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি। রাজ্যে দাঁত ফোটাতে পারে নি বিজেপি। কোনরকমে মান রক্ষা করেছে কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ৬০। তবে, পুরোপুরি ব্যর্থ ২১ দলের মহাজোট। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হল টিআরএস বা তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি। কে চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

কে কটি আসনে জিতেছে
বিজেপি/জোটঃ ০১
কংগ্রেস/জোটঃ ২১
টিআরএস/জোটঃ ৮৮
অন্যান্যঃ ০৯

আরও পড়ুনঃ মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের

৪। ছত্তিশগড়ঃ মোট আসন ৯০ / দারুন হার বিজেপির। রমণ সিং সরকারের পরাজয়। রাহুলের প্রচারে মাত মোদী। অনেক এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস। সরকার গঠনে ম্যাজিক ফিগার ৪৬। লজ্জার হার বিজেপির। মুখ্যমন্ত্রী পদে কোন মুখ নেই। রাহুল গান্ধী ঠিক করবেন ছত্তিশগড় এর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন।

কে কটি আসনে জিতেছে
বিজেপি/জোটঃ ১৫
কংগ্রেস/জোটঃ ৬৭
অন্যান্যঃ ০৮

আরও পড়ুনঃ মোদী সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের

৫। মিজোরামঃ মোট আসন ৪০ / জিতল এমএনএফ জোট। লজ্জার হার বিজেপির। কোনরকমে মান রক্ষা করেছে কংগ্রেস। তবে এই রাজ্য হাতছাড়া হল কংগ্রেসের। সরকার গঠনে ম্যাজিক ফিগার ২১। সরকার গড়বে মিজো ন্যাশান্যাল ফ্রন্ট। ১৫ বছর পর মিজোরাম ধরে রাখতে পারল না কংগ্রেস।

কে কটি আসনে জিতেছে
বিজেপি/জোটঃ ০১
কংগ্রেস/জোটঃ ০৫
এমএনএফ/জোটঃ ২৬
অন্যান্যঃ ০৮

আরও পড়ুনঃ পুরুষদের টেক্কা দিয়ে চা বাগানে ইতিহাস সৃষ্টি এক নারীর

৫ টি রাজ্যেই হার বিজেপির। ৩ টি রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এবার সরকার গড়বে কংগ্রেস। তেলেঙ্গনায় সরকার গড়বে টিআরএস বা তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি। মিজোরামে এমএনএফ বা মিজো ন্যাশান্যাল ফ্রন্ট। তিন মাস পরেই লোকসভার ভোট। এই ফলে যথেষ্ট চিন্তায় ‘মোদী-অমিত’ এর যুগলবন্দী। ফিনিক্স পাখীর মত উঠে এল রাহুল গান্ধী ও তাঁর কংগ্রেস।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন