রাশিয়া-ইউক্রেন প্রবল যুদ্ধের মধ্যেই পুতিনকে ফোন মোদীর; ভারতীয়দের নিরাপদে ফেরাতে সেফ প্যাসেজ দিল রাশিয়া। আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে; রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে; “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতির পর্যালোচনা করেছেন, বিশেষত খারকিভ, যেখানে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন; তা নিয়ে আলোচনা হয়েছে”।
খারকিভের উপরে রুশ সেনা আরও হামলা বাড়াতেই; দ্রুত ভারতীয় পড়ুয়াদের ওই শহর ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠতেই, বুধবার রাতে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রীদের জন্য; ‘সেফ প্যাসেজ’-র ব্যবস্থা করে দেয় রাশিয়ার সেনা, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে।
পরিস্থিতি জটিল আন্দাজ করেই গতকাল ভারতীয় দূতাবাসের তরফে; খারকিভে আটকে থাকা সমস্ত ভারতীয়দের দ্রুত শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধে ৬টার মধ্যেই সকলকে বেরিয়ে আসতে বলা হয়। যাতায়াতের জন্য ট্রেন-বাস না পেলে; ভারতীয়রা যেন পায়ে হেঁটেই চলে আসেন তাঁরা, সেই নির্দেশও দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; সেই দেশের পরিস্থিতি যথেষ্ট জটিল অবস্থায় চলে গিয়েছে। বিশেষ করে ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াদের; দেশে ফিরিয়ে আনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। কারণ ইউক্রেনের বিমানবন্দরগুলি যুদ্ধ পরিস্থিতির মধ্যে; বন্ধ করে রাখা হয়। এই অবস্থায় ভারত সরকার অপরেশন গঙ্গা চালু করে এবং বিকল্প রাস্তা দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে; গত ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ১৩৭৭ জন নাগরিককে।
ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে; খারকিভের ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে। ভারতীয় নাগরিকদের দ্রুত এই শহর ছেড়ে; চলে যাওয়ার কথা বলা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়; ‘ভারতীয়রা নিজেদের সুরক্ষার খাতিরে পেসোচিন, বাবায়ে এবং বেজলিউডভকাতে চলে যান যত দ্রুত সম্ভব। যে কোন পরিস্থিতিতে তাঁদের অবশ্যই আজকের মধ্যে এই এলাকাগুলিতে পৌঁছাতে হবে’।