১৪২৫ বঙ্গাব্দের পূর্তির পর ১৪২৬ বঙ্গাব্দের শুভলগ্নে নববর্ষের আনন্দে মেতেছে আপামর বাঙালি। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে বন্ধু, পরিজন প্রতিবেশীদের নববর্ষের শুভেচ্ছা জানানো ও হালখাতার মাধ্যমে শুরু হচ্ছে বাঙালির নতুন বছরের প্রথম দিন।
আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে
আর এই শুভলগ্নেই সকলের উদ্দেশ্যে ট্যুইট করে শুভকামনা জানালেন মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে নববর্ষ এর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক
নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শুভ নববর্ষে সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ ৷ সকলের আশীর্বাদ, শুভেচ্ছা প্রার্থনা করি ৷ সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন ৷”
আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও
একদিকে ভোটের উত্তাপ, তার সাথে দাবদাহ, দুটোই বাড়ছে সমান তালে। রাজনৈতিক বাকবিতণ্ডা, যুক্তি পাল্টা যুক্তি, আক্রমণ – প্রতি আক্রমনের মধ্যে আক্রান্ত দেশবাসী৷ রাজনৈতিক দলগুলির মধ্যে নিত্য চলছে কাদা ছোঁড়াছুঁড়ির খেলা।
আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়
গত দুই দিন রামনবমীতেও অস্ত্র মিছিল নিয়েও চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরজা। অস্ত্রের ঝলকানি দেখে আশঙ্কিত হয়েছেন অনেকেই। রাজনীতির সুস্থ পরিবেশ ফিরে পাওয়ার আহবান জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ।
আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ
নিঃসন্দেহে নববর্ষের প্রথম প্রভাতে জনসাধারণ থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে সমস্ত প্রকার উত্তাপ থেকে শান্ত থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোট বাজারে একদিনের জন্য অন্তত শান্তির আবহাওয়া পেলেন আমজনতা।
আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম
আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।