LIVE: সারাদিন কি হল বাংলার ভোটে, রাজ্য পুলিশ থাকা বুথেই যত অশান্তি

614
LIVE: সারাদিন কি হল বাংলার ভোটে, দেখে নিন সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত/The News বাংলা
LIVE: সারাদিন কি হল বাংলার ভোটে, দেখে নিন সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত/The News বাংলা

শেষ হল প্রথম দফার ভোট। তবে এখনও অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। পুনরায় কিছু বুথে ফের ভোট হতে পারে, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

৪০। অভিযোগ নিয়ে আলোচনা করে পুনরায় ভোট করা হবে কিনা জানাবে নির্বাচন কমিশন।
৩৯। রাজ্যে ভোট পড়ল ৮০ শতাংশের বেশি।
৩৮। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন জানাল, ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই।
৩৭। কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তসেনা বিএসএফের জওয়ানরা বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
৩৬। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ তোলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই একের পর এক ইভিএম মেশিন বিকল হতে শুরু হয়। এর পিছনে চক্রান্ত আছে।

৩৫। আলিপুরদুয়ারের বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
৩৪। কোচবিহারের দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের রসমন্ডা স্কুলে তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৩। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, দিনহাটার একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল।
৩২। গীতালদহে বুথ থেকে জোর করে বিজেপি এজেন্টকে বের করে দিতে চেষ্টা করার অভিযোগ।
৩১। ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবী তুললেন বিজেপি ও তৃণমূল প্রার্থী।
৩০। বেলা ১ টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি।
২৯। বেলা ১ টা পর্যন্ত রাজ্যের দুই লোকসভায় ভোট পড়ল ৫০ শতাংশের উপর। আলিপুরদুয়ারে বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৪৫%,

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত:

১। বাংলার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ শুরু।
২। উত্তরবঙ্গের দুই আসনেই ভোট দিতে ভোর থেকে মানুষের লাইন বুথে বুথে।
৩। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বাইক বাহিনীকে আক্রমণ বিজেপির, আহত তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ ৩। বিজেপির তরফে হামলার কথা অস্বীকার।
৪। বানারহাটে ভোট দিলেন বিজেপি প্রার্থী জন বারলা। স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, অভিযোগ জন বারলার।
৫। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, ভোর ৫ টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। উৎসাহ নতুন ভোটারদের মধ্যে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

৬। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না তৃণমূল প্রার্থী দশরথ তিরকি। দলের প্রতীক লাগিয়ে ভোট দিতে যান দশরথ তিরকি। পরে খুলে নেন প্রার্থী।
৭। আলিপুরদুয়ারের সূর্যনগরের ঘটনা। ইভিএম খারাপ থাকায় সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় নি। সূর্যনগরের লেবুবাগান স্কুলের ১৯৮ নং বুথের ঘটনা। এখানে কোন কেন্দ্রীয় বাহিনী নেই। প্রায় এক ঘণ্টা পর ৮ টা নাগাদ আবার ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোর থেকে লাইনে দাঁড়ানো অনেকেই ভোট না দিয়েই ফিরে যান।
৮। দিনহাটার আবুতারাতে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ।
৯। মাথাভাঙার পচাগড়ে ৯ নং ওয়ার্ডের ঘটনা। ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ বন্ধ। ২/২৫৪ বুথে সকাল থেকে শুরু হয় নি ভোট। বিশাল লাইন মানুষের।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১০। ফের হুমকি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। “যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে লাফাচ্ছেন, ভোটের পর যেন সেখানেই বাড়ি করে থাকে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে”। বলেন তিনি। জানিয়ে দেন, ভোটের দাওয়াই যা দেবার তা দিয়ে দিয়েছেন।
১১। কোচবিহার থেকে কলকাতায় ফিরছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সঠিক জায়গায় বাহিনী মোতায়েন হয়ে গেছে, জানিয়ে ফিরছেন তিনি।
১২। কোচবিহারের বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে। সিতাই এ ৩৯ নং বুথে ঢুকতে বাধা। দিনহাটায় ৭/১৬৫, ৭/২২৪, বুথে ঢুকতে বাধা দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ জমা পরেছে নির্বাচন কমিশনে।
১৩। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিএসএফ জওয়ানরাও সীমান্ত ছেড়ে বুথে ঢুকে পড়েছেন বলেই খবর। প্রচুর ইভিএম খারাপ বলে অভিযোগ করেন মন্ত্রী। ইভিএম কারচুপি করে, ভোটে চক্রান্তের অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

১৪। বুথ থেকে বিজেপি এজেন্টকে বের করে দেবার চেষ্টা। বাধা দেন প্রিজাইডিং অফিসার। মাথাভাঙার ঘটনা। ঘটনা ক্যামেরাবন্দি। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। ভিডিও জমা পরছে নির্বাচন কমিশনের কাছে।
১৬। দিনহাটায় রাস্তা অবরোধ বিজেপির। মাতালহাট- বক্সিরহাট রাস্তা অবরোধ। বিজেপি এজেন্টকে বাইরে বের করে দেবার অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ। রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের কথায় চলছে এবং কেন্দ্রীয় বাহিনী নেই বলেই অভিযোগে রাস্তা অবরোধ।
১৭। মুখ্যমন্ত্রী মমতার ফোন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে। ইভিএম খারাপ নিয়ে রিপোর্ট নিলেন মমতা।
১৮। কোচবিহারের বিভিন্ন বুথে তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ের ছবি। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। সামাল কেন্দ্রীয় বাহিনীর।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

১৯। ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ। ভোট কর্মীদের বিক্ষোভ। আলিপুরদুয়ারের ছাটরামপুরের ঘটনা।
২০। ৫ টি বুথে পুনরায় নির্বাচন করার দাবি রবীন্দ্রনাথ ঘোষের।
২১। দিনহাটার মাতালহাটে বোমাবাজির অভিযোগ।
২২। মাতালহাটে বিজেপি সমর্থকদের রাস্তায় বসে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনী এসে তুলে দিল অবরোধ।
২৩। দিনহাটায় আতঙ্কিত পুলিশকর্মী।
২৪। কোচবিহারের শীতলকুচিতে ভোটারদের ভোটদানে বাধা। অভিযোগ তৃণমূলের দিকে। মহিলাদের হেনস্থা করার অভিযোগ।
২৫। কোচবিহারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৮৫%
২৬। আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৩০%
২৭। নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৪৬৯ টি
২৮। আলিপুরদুয়াররের নাগরাকাটাতে ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের উপরে সাদা কাগজ লাগিয়ে দেবার অভিযোগ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন