‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

546
'জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা' শুভেন্দু অধিকারী/The News বাংলা
'জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা' শুভেন্দু অধিকারী/The News বাংলা

The News বাংলা, হলদিয়াঃ ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’। এবার বিজেপির রথ যাত্রা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে হলদিয়া শহরে দিলীপ ঘোষদের এই ভাষাতেই কটাক্ষ শুভেন্দুর অধিকারীর।

'জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা' শুভেন্দু অধিকারী/The News বাংলা
‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী/The News বাংলা

বাবরি কাণ্ডের সমালোচনায় শান্তি রক্ষার্থে, বৃহস্পতিবার সকালে হলদিয়া শহর তৃণমূলের আয়োজনে হলদিয়ার ব্রজলালচকে সম্প্রীতির পদয়াত্রা ও সভার আয়োজন করা হয়। সেই পদযাত্রা ও সভায় যোগদান করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু আধিকারী।

আরও পড়ুনঃ মমতার অনুমতি নেই, মোদীর রথের দড়ি কলকাতা হাইকোর্টের হাতে

নিজের ভাষণে তিনি বলেন, ‘এই সময় কি রথ বের হয়। তাছাড়া যারা এই রথ বের করেছেন সেই দলের রাজ্য সভাপতি বলছে, মারলে আহত হলে তো ৬ মাস হাসপাতালে থাকে, একেবারে ফিনিশ করে দাও। আর একজন মহিলা বলছে রথের সামনে পড়লেই পিষে দিয়ে চলে যাবো’।

'জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা' শুভেন্দু অধিকারী/The News বাংলা
‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী/The News বাংলা

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু আধিকারী আরও বলেন, ‘ওরা জানেই না রথের ইতিহাস। আমরা মেদিনীপুরের মানুষ, পাশেই উড়িষ্যা, আমরা একসময় উড়িষ্যা সঙ্গেই ছিলাম। আমরা প্রভু জগন্নাথকে জানি। প্রথমে থাকে বলরাম, তাকে গৌরবের প্রতীক বলা হয়। তার পরে থাকে বোন শুভদ্রা ও তার পরে থাকে প্রভু জগন্নাথ। তাকে ঈশ্বর বলা হয়’।

আরও পড়ুনঃ আন্দোলনের এক যুগ পূর্তিতে সিঙ্গুরে শহীদ মিনার গড়বেন মমতা

তিনি বলেন, ‘২০৬ টি কাঠ দিয়ে তৈরি এই রথ। আর মানব দেহেও ২০৬ টি হাড় রয়েছে। এর এই জগন্নাথ শান্তির কথা বলে। আর এরা দেড় কোটি টাকা দামের উন্নতমানের এসি গাড়ি নিয়ে এসেছে। সেখানে খানা, পিনা, নাচ, গান, এসি, বাথরুম, পায়খানা, স্নান করার জায়গা, ফুর্তি করার জায়গা সব আছে। এটা জগন্নাথের রথ নয়’।

'জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা' শুভেন্দু অধিকারী/The News বাংলা
‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী/The News বাংলা

তিনি বলেন, বিজেপি কিছুই করিতকর্মের নয়। এই ভাবে রথকে নিয়ে প্রচারে নেমে কিছু করতে পারবে না। কারন তৃণমূল সম্প্রীতি ও ঐক্য বহন করে সবধর্মের মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করতে পারে। তিনি বলেন, ‘ওরা কিছু করতে পারবে না। কিভাবে সম্প্রীতি বজায় রাখতে হয় আমাদের জানা আছে। আমরা কাজ করে দেখাই। ভারতে বেশি করে ধর্মীয় আচার অনুষ্ঠান হোক আমরা চাই কিন্তু সাধারন মানুষকে বোকা বানিয়ে নয়’।

আরও পড়ুনঃ মমতার পদে ইস্তফা, বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’য় কেপিপি সভাপতি

এদিন হলদিয়া ব্লকের হকদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ২ কিমি সম্প্রীতির পদযাত্রা হয়। সেখানে সব ধর্মের মানুষ হাতে হাত রেখে হেঁটেছেন। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, আনন্দময় অধিকারী, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা সহ অন্যান্যরা।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন