বড় সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে কাশ্মীরের সোপিয়ানে খতম দুই পাক জঙ্গি। দুজনেই জইশ ই মহম্মদ জঙ্গি বলে জানা গেছে। পুলওয়ামার হামলার পরেই দুই মাস্টার মাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এরপর বুধবার সকালে ফের দুই জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করল সেনা।
আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ
সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করেছিল। একটি বাড়িতে লুকিয়ে গুলি চালাচ্ছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এই জঙ্গিরা জইশ ই মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ দুশ্চিন্তার কারণ নেই মোদীর হাতেই নিরাপদ রয়েছে ভারত
জঙ্গি দমনে ভারতীয় সেনার আবার সাফল্য, বলাই যায়। সেনার হাতে নিকেশ দুই জঙ্গিই৷ জানা গিয়েছে নিহত দুই জঙ্গিই জইশ ই মহম্মদের সদস্য। সোপিয়ানে মঙ্গলবার রাত থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই চলছিল৷ রাতভর চলে গুলির লড়াই। সেই অভিযানেই বড় সাফল্য পায় ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুনঃ সেনাকে ক্ষমতা দিলে কি হয় দেখল ভারতীয় রাজনীতি, টের পেল পাকিস্তান
আরও পড়ুনঃ সেনার সঙ্গে রাত জেগে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতমের নেতৃত্বে চৌকিদার
সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় দুই জইশ ই মহম্মদ জঙ্গি। আরও এক জইশ জঙ্গি অস্ত্র ছাড়াই পালিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। জইশ জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে, মঙ্গলবার রাতেই সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে দুই সার্জিক্যাল স্ট্রাইকে ফির একবার মোদী সরকার
আরও পড়ুনঃ বাজপেয়ীর মত ভুল করেননি, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন মোদী
নিয়ন্ত্রণরেখা ঘেঁষা সোপিয়ানের মিমান্দার এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। খবর পেয়েই সেখানে অভিযানে নামে ভারতীয় সেনা, সিআরপিএফ ও স্পেশাল অপরেশন গ্রুপের (এসওজি) বাহিনী। অভিযানের অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দিকে ধেয়ে আসে গুলি৷ পালটা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও৷ অপারেশন শেষ হবার পর দেখা যায় দুই জইশ ই মহম্মদ জঙ্গির মৃতদেহ। একজন জঙ্গি বিনা অস্ত্রেই পালিয়েছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি মারল ভারতের বিমান
আরও পড়ুনঃ ভারতীয় সেনার উপর নজরদারি করতে এসে গুলিতে ধ্বংস পাক গুপ্তচর ড্রোন
আরও পড়ুনঃ ১৯ মিনিটের বিমান হানায় ধ্বংস জইশ ই মহম্মদের জঙ্গি ট্রেনিং ক্যাম্প
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।