The News বাংলা, শিলিগুড়িঃ শিলিগুড়িতে এক অবৈধ কাঠের আসবাব তৈরির কারখানায় বনদপ্তরের আচমকা হানায় আটক প্রায় ১০ লক্ষ টাকার আসবাব ও কারখানার যন্ত্রাংশ। যদিও এই অভিযানের সময় কয়েকশ স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীদের। তারপরেও উদ্ধার হয়েছে বেশ কিছু কাঠের আসবাব ও তা তৈরি করার সরঞ্জাম। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে বনদপ্তর।
বেলাকোবার রেঞ্জ অফিসার তথা টাস্ক ফোর্সের ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে গোপন সূত্রে তাদের কাছে খবর আসছিল যে, শিবমন্দির এলাকায় কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে গেছে। সেই খবরের ভিত্তিতে বুধবার স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল শিলিগুড়ি শিবমন্দির চাউমিন বস্তি এলাকায় অভিযান চালায়।
অভিযানে বেশ কিছু বাড়ি থেকে অবৈধ কাঠের সরঞ্জাম ও বিদ্যুতিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এই যন্ত্রগুলি দিয়ে কাঠের সরঞ্জাম তৈরি করা হত এবং শাল কাঠ কাটা হত। বিভিন্ন জঙ্গল থেকে চোরাই ভাবে কাঠ নিয়ে এসে কাঠের সরঞ্জাম তৈরি করে বিভিন্ন জায়গায় চোরাই ভাবে পাঠানো হত।
বেলাকোবার রেঞ্জ অফিসার তথা টাস্ক ফোর্সের ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত আরও জানান, এই অভিযান চালানোর সময় প্রায় হাজাররে ওপর স্থানীয় মানুষ তাদের ঘিরে রেখে প্রতিরোধ করার চেষ্টা করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু তাদের এই অভিযান সেই বাধা দূর করে প্রায় ১০ লক্ষের বেশি মূল্যের আসবাবপত্র বাজেয়াপ্ত করে বেলাকোবা রেঞ্জ অফিসে আনতে সক্ষম হয়।
এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান সঞ্জয় দত্ত। জানা গেছে, এই অঞ্চল থেকে উদ্ধারকৃত কাঠগুলি তরাই, ডুয়ার্স ও পাহাড় থেকে অবৈধ চোরাচালানের মাধ্যমে এই অঞ্চলে আনা হয়েছিল। এবং তা আসবাব বানানর পর বিহার, ঝাড়খন্ড ও স্থানীয় বিভিন্ন এলাকায় বিক্রি করা হত।